৭ জানুয়ারি শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আগামী আয়োজন শুরু হবে ৭ জানুয়ারি, শেষ হবে ১৪ জানুয়ারি। গতকাল সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইকোপার্কে একটি বিজয়া সম্মিলনী ও দীপাবলির অনুষ্ঠান শেষে এই ঘোষণা দেন।
১৯৯৫ সাল থেকে চলে আসছে এই উৎসব। সেই হিসাবে উৎসবটি এবার ২৭ বছরে পা দিচ্ছে। গত বছর উৎসবে যোগ দিয়েছিল দেশ–বিদেশের ৮১টি ছবি এবং ৫০টি স্বল্পদৈর্ঘ্যের ছবি। বাংলাদেশ থেকে যোগ দিয়েছিল রেজওয়ান শাহরিয়ারের ছবি ‘নোনা জলের কাব্য’।
করোনার আবহের মধ্যেই গত বছর ভার্চ্যুয়ালি উৎসবের উদ্বোধন করেন বলিউড তারকা ও পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম ঘোষ, অনুভব সিনহা, হরনাথ চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পাওলি দাম, রণজিৎ মল্লিক, দেব, সোহম, পায়েল, অরিন্দম শীল, ঋতাভরী, অনন্যা চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, শোভন চক্রবর্তী, ইন্দ্রনীল সেন, মিমি চক্রবর্তী, ইন্দ্রানী হালদারসহ একঝাঁক টলিউড তারকা।