১ হাজার ২২৭ কোটি রুপি আয়, কাল থেকে বাংলাদেশেও ‘কেজিএফ–২’ দেখা যাবে

মুক্তির অল্প সময়ের মধ্যেই ‘কেজিএফ-২’ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে রেকর্ড গড়ে

‘কেজিএফ–২’ মুক্তির ৪১ দিন পার হয়ে গেছে। তবু বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে কন্নড় ছবিটি। ভারতে ছবিটি দুর্দান্ত ব্যবসা করেছে আগেই। তবে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে কানাডাতেও এই প্যান ইন্ডিয়া ছবি এখনো দারুণ ব্যবসা করছে।
কানাডা তেলেগু মুভিজের সঙ্গে হাত মিলিয়ে মাইশোর স্টুডিও হাউস কানাডা ‘কেজিএফ–চ্যাপ্টার২’ মুক্তি পেয়েছে দেশটিতে। মুক্তির পর একের পর এক রেকর্ড ভেঙেছে ছবিটি। কানাডার প্রেক্ষাগৃহে সবচেয়ে বেশি দিন ধরে চলেছে প্রশান্ত নীলের ছবিটি। ‘কেজিএফ –২’ প্রথম ছবি, যা কানাডাতে একাধিক শো পেয়েছে। দেশটিতে বিভিন্ন ভাষায় মুক্তি পাওয়া প্রথম ছবিও এটি। এখানেই শেষ নয়, উত্তর আমেরিকার দেশটিতে সবচেয়ে বেশি আয় করা কন্নড় ছবির রেকর্ডও গড়েছে ‘কেজিএফ–২’।

চলতি বছরের ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘কেজিএফ–২’। এখানো বক্স অফিসে ছবিটির হুঙ্কার অব্যাহত। মুক্তির ৪১ দিন পর্যন্ত সারা বিশ্বে ছবিটি আয় করেছে ১ হাজার ২২৭ কোটি রুপি। আর শুধু ভারতে ছবিটির আয় এক হাজার কোটি রুপির বেশি।

এ বছরের এপ্রিলে মুক্তি পেয়েছে ‘কেজিএফ টু’

কেবল সাধারণ দর্শকদের প্রশংসাই নয় ‘কেজিএফ–২’র প্রশংসা ঝরে পড়ছে বড় পরিচালকদের কণ্ঠেও। সম্প্রতি প্রখ্যাত তামিল পরিচালক শঙ্কর টুইট করে এই ছবির প্রশংসা করে লিখেছেন, ‘একটা ছবি তখনই সফলতা পায়, যখন সব ভাষা আর দেশের হাজারো প্রতিবন্ধকতা পার করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়। আর “কেজিএফ–২” তারই নিদর্শন। কানাডার বুকে একাধিক রেকর্ড করেছে ছবিটি।’

বিশ্বের অনেক দেশে মুক্তি পেলেও বাংলাদেশি দর্শকদের সুযোগ ছিল না ‘কেজিএফ–২’ দেখার। তবে দেশের দর্শকদের অপেক্ষা ফুরাচ্ছে এবার। কাল ২৭ মে ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে যশ অভিনীত ছবিটি। ‘কেজিএফ–২ ’–তে আরও অভিনয় করেছেন শ্রীনীধি শেট্টি, সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন, প্রকাশ রাজসহ অনেকে।