হেমা মালিনীর সঙ্গে তুলনা

হেমা মালিনীর সঙ্গে তাঁর সৌন্দর্যের তুলনা টানাতে মোটেও খুশি হননি কিয়ারা আদভানি

বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীর সৌন্দর্য আজও সবাইকে মুগ্ধ করে। তাঁর মতো রূপসী হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। হেমা মালিনীর সৌন্দর্যের সঙ্গে কারও ছিটেফোঁটা তুলনা টানা হলে তিনি ধন্য হয়ে যান। কিন্তু এ ক্ষেত্রে ব্যতিক্রম বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। হেমা মালিনীর সঙ্গে তাঁর সৌন্দর্যের তুলনা টানাতে মোটেও খুশি হননি তিনি।

কিয়ারা আদভানি

হিন্দি ছায়াছবির দুনিয়ায় পা রাখার পর থেকে বারবার হেমা মালিনীর সঙ্গে কিয়ারার সৌন্দর্যের তুলনা টানা হয়েছে। এ ব্যাপারে এবার নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন কিয়ারা।

বলেছেন, ‘এই তুলনা আমার ভারী অদ্ভুত লাগে। আমি বুঝে উঠতে পারি না যে কীভাবে প্রতিক্রিয়া জানাব। হেমাজি একজন কিংবদন্তি অভিনেত্রী। ওনার সঙ্গে তুলনা টানলে আমার ভালো লাগে। কিন্তু সত্যি কথা বলতে, আমার নিজেরও তো একটা ব্যক্তিত্ব আছে। আমি যেমন দেখতে, তাতেই আমি খুশি। আর আমি চাই, দেখতে আমাকে নিজের মতোই লাগুক।’

বারবার হেমা মালিনীর সঙ্গে কিয়ারার সৌন্দর্যের তুলনা টানা হয়েছে

হুবহু তাঁর মতো দেখতে ঐশ্বরিয়া সিংয়ের ব্যাপারেও কথা বলেছেন কিয়ারা। এই দন্তচিকিৎসক অবিকল কিয়ারার মতোই দেখতে। কিয়ারার সঙ্গে এই মিল দেখে তাঁর ভক্তরা রীতিমতো অবাক। খোদ কিয়ারাও ঐশ্বরিয়াকে দেখে হতবাক।

এই দন্তচিকিৎসক কিয়ারার ‘ডিম্পল চিমা’ লুক পুনরায় সৃষ্টি করে একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। ভিডিওটি তিনি কিয়ারাকে ট্যাগ করেছিলেন।

কিয়ারা আদভানি

আর তাঁর এই ভিডিওর ওপর মন্তব্য করেছিলেন স্বয়ং কিয়ারা। বলেছেন, ‘আমি জানি, উনি আমাকে নকল করেন। আমার ভালো লাগে যে উনি ব্যক্তিজীবনে একজন চিকিৎসক। আর এটাই ওনার পরিচয় ও ব্যক্তিত্ব। আমার মিষ্টি লাগে যে উনি আমার লুক রাখতে চেষ্টা করেন। তবে আমি বিশ্বাস করি যে আপনি যা, সেটাই আপনার একমাত্র পরিচয়।’

কিয়ারা আদভানি

কিয়ারাকে শেষ পর্দায় দেখা গেছে শেরশাহ ছবিতে। এ ছবিতে তিনি জুটি বেঁধেছিলেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। কিয়ারাকে খুব শিগগির যুগ যুগ জিয়ো ছবিতে দেখা যাবে। এ ছবিতে আরও আছেন বরুণ ধাওয়ান, নীতু সিং, অনিল কাপুর। ভুল ভুলাইয়া টু ছবিতেও তাঁকে দেখা যাবে। এ ছবিতে তাঁর বিপরীতে আছেন কার্তিক আরিয়ান।

কিয়ারা আদভানি