হাসপাতাল থেকে ছাড়া পেলেন দিলীপ কুমার

দিলীপ কুমার

পাঁচ দিন চিকিৎসা শেষে আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন কিংবদন্তিতুল্য অভিনেতা দিলীপ কুমার। মুম্বাইয়ের খারের পিডি হিন্দুজা হাসপাতালে তাঁর চিকিৎসক জলিল পারকার এবং নীতিন গোখলে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তাঁকে ডিসচার্জ করার সম্ভাবনার কথা বলেছিলেন। কিন্তু গতকাল এই অভিনেতাকে ডিসচার্জ করা হয়নি। আজ সকালে দিলীপ কুমারের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে বলা হয়েছিল, ‘দিলীপ কুমার সাহেব আজ খারের হিন্দুজা হাসপাতাল থেকে ডিসচার্জ হবেন। অনুগ্রহ করে ওনার জন্য প্রার্থনা করুন। সমগ্র বিশ্ববাসীকে তাদের ভালোবাসা ভরা বার্তার জন্য ধন্যবাদ।’

দিলীপ কুমার

বেলা ১১টা ৪৯ নাগাদ এই বর্ষীয়ান অভিনেতার টুইটার অ্যাকাউন্ট থেকে মুখপাত্র ফায়জুল ফারুকী জানান, ‘আপনাদের সকলের ভালোবাসা, প্রার্থনা, দোয়ায় দিলীপ সাহেব হাসপাতাল থেকে বাসায় যাচ্ছেন। স্রষ্টার অসীম করুণা আর খার হিন্দুজা হাসপাতালের চিকিৎসক গোখলে, চিকিৎসক পারকর, চিকিৎসক অরুণ শাহ ও তাঁদের সমগ্র টিমের অক্লান্ত প্রয়াসে এটা সম্ভব হয়েছে।’

৬ জুন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মুম্বাইয়ের খারের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসক জলিল পারকর আর চিকিৎসক নীতিন গোখলের তত্ত্বাবধানে এক বিশেষ টিম তাঁর চিকিৎসা করছিল।

দিলীপ কুমারের আসল নাম মহম্মদ ইউসুফ খান

চিকিৎসক জলিল পারকর জানিয়েছিলেন, ফুসফুসে পানি জমার কারণে শ্বাসকষ্টে ভুগছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। তবে আইসিইউ এবং ভেন্টিলেশনে কখনো রাখা হয়নি তাঁকে। শুরু থেকেই অক্সিজেন সাপোর্টে ছিলেন দিলীপ কুমার। অক্সিজেন লেভেল ওঠানামার কারণে তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল। তবে শুরু থেকেই চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন ৯৮ বছর বয়সী এই অভিনেতা। দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানু ক্রমাগত তাঁর শারীরিক অবস্থার কথা টুইট করে জানিয়েছেন।

ফুসফুসে পানি জমার কারণে শ্বাসকষ্টে ভুগছিলেন এই বর্ষীয়ান অভিনেতা

গত সোমবার বিকেলে সায়রার পক্ষ থেকে এক বার্তায় বলা হয়, ‘আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা ওনার জন্য প্রার্থনা করেছেন। আমার স্বামী, আমার কোহিনূর দিলীপ কুমার সাহেবের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকেরা আমাকে আশ্বাস দিয়েছেন যে শিগগিরই ওনাকে ডিসচার্জ করা হবে। আমি অনুরোধ করছি যে গুজবে কান দেবেন না। আমি যখন সাহেবের শরীরের জন্য আপনাদের প্রার্থনা করতে বলছি, আমিও তেমনি এই মহামারি থেকে আপনাদের সুস্থতার জন্য কামনা করছি।’

দিলীপ কুমারের আসল নাম মহম্মদ ইউসুফ খান। ১৯২২ সালের ১১ ডিসেম্বর বর্তমান পাকিস্তানের পেশোয়ারে তাঁর জন্ম। এখন এই কিংবদন্তি অভিনেতার বয়স ৯৮ বছর। 'জোয়ার ভাঁটা', 'আন', 'আজাদ', 'দেবদাস', 'আন্দাজ', 'মুঘল ই আজম', 'গংগা যমুনা', 'ক্রান্তি', 'কর্মা', 'শক্তি', 'সওদাগর', 'মশাল'সহ ৫০টির বেশি বলিউড ছবিতে তিনি কাজ করেছেন। তপন সিনহা পরিচালিত বাংলা ছবি 'সাগিনা মাহাতো'তে দিলীপ কুমার অভিনয় করেছিলেন।

হিন্দি সিনেমাজগতের সবচেয়ে বড় সম্মান ‘দাদাসাহেব ফালকে’তেও সম্মানিত করা হয়েছিল দিলীপ কুমারকে

এই কালজয়ী ছবিতে তাঁর নায়িকা ছিলেন সায়রা বানু। আটবার তিনি সেরা অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার পুরস্কার জয় করেছিলেন। তাঁকে হিন্দি সিনেমাজগতের সবচেয়ে বড় সম্মান ‘দাদাসাহেব ফালকে’তেও সম্মানিত করা হয়েছিল। ২০১৫ সালে সরকার দিলীপ কুমারকে দেশের দ্বিতীয় বড় সম্মান 'পদ্মভূষণ'–এ সম্মানিত করেছিল।