স্বপ্ন হলো সত্যি
ছোটবেলায় রূপকথার গল্পগুলো বিশ্বাস করতেন অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। স্বপ্ন দেখতেন, একদিন তিনিও হবেন রাজকন্যা। সামান্থার সেই স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। ‘রূপকথার রাজকন্যা’ হতে পেরে স্বপ্নের কারিগরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
গত বৃহস্পতিবার শকুন্তলম ছবির শুটিং শেষ হয়।। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন সামান্থা। এটি তাঁর ৫০তম ছবি। ছবিতে তাঁকে সুযোগ দেওয়ার জন্য শুক্রবার ইনস্টাগ্রামে পরিচালক গুনাশেখরকে ধন্যবাদ জানান তিনি। বেশ কিছু ছবি এবং ভিডিও দিয়ে নানাভাবে উদ্যাপন করেছেন সময়টা।
সামান্থা লিখেছেন, ‘শকুন্তলম ছবির শুটিং শেষ। আজীবনের জন্য আমি এ গল্পের অংশ হয়ে গেলাম। ছোটবেলায় আমিও রূপকথায় বিশ্বাস করতাম। সেই বিশ্বাস এখনো আগের মতোই আছে। গুনাশেখর স্যার সেই গডফাদার, যিনি আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। শুরুতে যখন তিনি আমাকে ছবির গল্পটা বলছিলেন, তখনই যেন আমি এক অন্য জগতে চলে গিয়েছিলাম। সেটা আর কিছু নয়, শকুন্তলারই জগৎ।’
সামান্থা আরও লিখেছেন, ‘যদিও আমি ভয়ে ছিলাম। ভেবেছিলাম সেলুলয়েডে কি এত সুন্দর পৃথিবী তৈরি করা সম্ভব? গুনাশেখর স্যার চমৎকারভাবে সেই পৃথিবীটা তৈরি করেছেন, যা ছিল আমার কল্পনার চেয়েও সুন্দর। সেটা দেখে আমার ভেতরের শিশুটিও আনন্দে আত্মহারা।’ পরিচালক ছাড়াও প্রযোজক ও প্রযোজনার সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সামান্থা। এখন অপেক্ষা, প্রযোজনা–পরবর্তী কাজগুলো শেষে কবে মুক্তি পাবে সিনেমাটি!
তামিল-তেলেগু মিলিয়ে প্রায় ৪৯টি ছবিতে অভিনয় করেছেন সামান্থা। সাধ ছিল ঐতিহাসিক গল্প নিয়ে কোনো সিনেমায় অভিনয় করবেন। তাঁর সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল ৫০তম ছবিতে এসে। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে নির্মিত হলো সিনেমা শকুন্তলম।
সামান্থার বিপরীতে দেব মোহনকে দেখা যাবে রাজা দুষ্মন্তের চরিত্রে। চলতি বছরের মার্চ মাসে শুরু হয় ছবিটির শুটিং। এই ছবি দিয়ে অভিনয় শুরু করছে আরেক তারকা আল্লু অর্জুনের মেয়ে আল্লু অর্ঘ। ছবিটি ভারতের গুরুত্বপূর্ণ সব ভাষায় মুক্তি পাবে।