স্তন ক্যানসারে আক্রান্ত শাহরুখ খানের এই নায়িকা
ইদানীং তাঁকে খুব বেশি অভিনয় করতে দেখা যায় না। তবে ক্যারিয়ারের শুরুর দিকে দুর্দান্ত সব পারফরম্যান্সের জন্য এখনো তাঁকে মনে রেখেছেন দর্শক। ১৯৯৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘পরদেশ’ দিয়ে শুরু। প্রথম ছবিতেই অভিনয় আর গ্লামারাস উপস্থিতি দিয়ে নজর কেড়েছিলেন। জিতেছিলেন সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার। এরপর ‘ডাগ’, ‘ধাড়কান’, ‘দিল হ্যায় তুমহারা’ থেকে ‘দিল কেয়া করে’ ও ‘লজ্জা’তে করেছেন দারুণ অভিনয়। সবশেষ ২০১৬ সালে বাংলা সিনেমা ‘ডার্ক চকলেট’-এ দেখা যায় তাঁকে। অনেক দিন খবরে না থাকা সেই অভিনেত্রী মাহিমা চৌধুরী জানালেন মন খারাপ করা খবর। স্তন ক্যানসারে আক্রান্ত তিনি। ৪৮ বছর বয়সী অভিনেত্রীর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর অবশ্য জানিয়েছেন অভিনেতা অনুপম খের। আজ নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রীর একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘মাসখানেক আগে যুক্তরাষ্ট্র থেকে ফিরে ফোন করেছিলাম ওকে। আমার ৫২৫তম ছবি “দ্য সিগনেচার”-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় নিয়ে কথা বলি। আলাপ চলতে চলতে জানলাম, ও ক্যানসারের সঙ্গে লড়ছে। তার সাহস বিশ্বজুড়ে নারীদের জন্য প্রেরণা হতে পারে। সে চেয়েছিল তার রোগের কথা আমিই প্রকাশ করি।’
মাহিমার সাহসিকতার প্রশংসা করে অনুপম আরও বলেন, ‘তুমি আমার হিরো। বন্ধুরা, তার জন্য ভালোবাসা, প্রার্থনা আর আশীর্বাদ পাঠান। সে শুটিং সেটে ফিরবে, যেখানে তাকে মানায়, সে ওড়ার জন্য প্রস্তুত। সব পরিচালক, প্রযোজক যাঁরা আছেন, তাঁদের বলতে চাই, তাঁর প্রতিভা কাজে লাগানোর এই সুযোগ।’
ভিডিও বার্তায় ক্যানসার নির্ণয়ের ঘটনা বর্ণনা করে মহিমা বলেন, ‘আমার কোনো লক্ষণ ছিল না। প্রতিবছরই নিয়ম করে স্বাস্থ্য পরীক্ষা করাই। এবার পরীক্ষার সময় চিকিৎসক সন্দেহবশত স্তনের টিস্যুর কিছুটা অংশ বায়োপসি পরীক্ষা করতে দেন। পরীক্ষায় ফল নেগেটিভ আসে। কিন্তু সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অস্ত্রোপচারের পরামর্শ দেন। অস্ত্রোপচারের পর পুরো টিস্যুর বায়োপসি করানো হয়, তখন খুব সূক্ষ্ম একটা অংশে ক্যানসারের উপস্থিতি পাওয়া যায়। সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করি। সঙ্গে আমার বোন ছিল। ও বারবার বলছিল, এটা একেবারে প্রাথমিক পর্যায়ে, ভয়ের কিছু নেই। কিন্তু ক্যানসার শব্দটাই এত ভয়ের, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না।’ শুরুতে ভয় পেলেও চিকিৎসা শুরুর পর আক্রান্ত অন্য নারীদের থেকে প্রেরণা খুঁজে নিয়েছেন বলেও জানান মাহিমা।
২০০৬ সালে মাহিমা ঘর বাঁধেন ববি মুখার্জির সঙ্গে। তাঁদের বিচ্ছেদ হয় ২০১৩ সালে। গত বছর এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, মেয়েকে বড় করতে অভিনয় থেকে বিরতি নিয়েছেন তিনি।
অভিনেত্রীর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরের পর তাঁর পাশে দাঁড়িয়ে সাহস জুগিয়েছেন ভক্তরা। টুইট করেছেন জেনেলিয়া ডি’সুজাসহ বলিউড সহকর্মীরা।
অনুপম খেরের স্ত্রী কিরণ খেরও কয়েক বছর ধরে লড়েছেন রক্তের ক্যানসারের সঙ্গে। সুস্থ হয়ে গত বছর কাজে ফিরেছেন তিনি।