২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

তিনি মুত্তিয়া মুরালিধরন নাকি বিজয় সেথুপাতি

মুত্তিয়া মুরালিধরনের চরিত্রে দেখা যাবে তামিল তারকা বিজয় সেথুপাতিকে
কোলাজ: আমিনুল ইসলাম

অবশেষে মুত্তিয়া মুরালিধরনের জীবনীভিত্তিক ছবি ‘৮০০’–এর ফার্স্টলুক প্রকাশিত হলো। ইউটিউবে একটি মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে পর্দার মুত্তিয়া মুরালিধরন ওরফে বিজয় সেথুপাতিকে দেখা গেল প্রথমবার। মোশন পোস্টারটিতে মুরালিধরনের শৈশব থেকে শুরু করে পুরো ক্রিকেটযাত্রাকে তুলে ধরা হয়েছে।
খবরটি আগেই ছড়িয়ে পড়েছিল যে শ্রীলঙ্কান ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তামিল সুপারস্টার বিজয় সেথুপাতি। কিন্তু এত ছবি বিজয়ের ঝুলিতে যে তখন ‘হ্যাঁ’ বলতে পারেননি। অবশেষে কিছুদিন আগেই জানা যায়, এই তারকার কাছ থেকে অনুমতি মিলেছে।

বিজয় সেথুপাতি
ইনস্টাগ্রাম

মুরালিধরন হিসেবে রুপালি পর্দা কাঁপাবেন তামিল তারকা বিজয় সেথুপাতি। ভারতীয় চলচ্চিত্র ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর দিয়েছেন।

ভারতীয় কয়েকটি গণমাধ্যম তরণের পোস্ট ধরে খবর করেছে। ছবির নাম ‘৮০০’। এটি নির্মাণ করবেন এম এস শ্রীপাথি। টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকার ৮০০ এবং সেটি মুরালিধরনের হওয়ায় ছবির নাম রাখা হয়েছে ‘৮০০’। ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিগুলোয় ধুম পড়েছে বায়োপিক নির্মাণের। ক্রিকেটারদের নিয়েই তাঁরা অনেক সিনেমা তৈরি করেছে। এর মধ্যে এম এস ধোনি, মোহাম্মদ আজহারউদ্দিনকে নিয়ে ছবি তৈরি করা হয়েছে। মুক্তির জন্য প্রস্তুত ক্রিকেট নিয়ে সিনেমা ‘৮৩’। কপিল দেবকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিনেমাটি। এবার শ্রীলঙ্কান এই ঘূর্ণির জাদুকরকে নিয়ে সিনেমা তৈরির হতে যাচ্ছে।

বিজয় সেথুপাতি
ছবি: ইনস্টাগ্রাম

তবে শুধু তরণ আদর্শ নন, মুত্তিয়া মুরালিধরন, বিজয় সেথুপাতি দুজনেই ফেসবুকে তাঁদের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে ছবির ঘোষণা দিয়েছেন। বিজয় সেথুপাতি একটি ছবি দিয়ে লিখেছেন, ‘এমন ঐতিহাসিক এক প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পেরে গর্ববোধ করছি। শিগগির পরবর্তী আপডেট আসছে।’মূলত দক্ষিণ ভারতের তামিল সিনেমা ইন্ডাস্ট্রি থেকে নির্মিত হতে যাচ্ছে ছবিটি। দুজনের চেহারায় অসাধারণ মিল আর দুজনই তামিল হওয়ায় এই সিনেমায় সেথুপাতি ছিলেন নির্মাতার প্রথম ও প্রধান পছন্দ।

ছবিটির ঘোষণা যখন আসে, তখন সেথুপাতির হাতে মোট ছয়টি সিনেমা ছিল। তাই এই সিনেমার অভিনয় নিয়ে কোনো কথা বলতে পারেননি ‘মাক্কাল সেলভান’খ্যাত সেথুপাতি।আপাতত কেন্দ্রীয় চরিত্র সম্পর্কেই জানা গেছে। এখনো অন্য কোনো চরিত্রের কথা ঘোষণা করা হয়নি। তবে জানা গেছে, ডিসেম্বরেই শুটিং শুরু করার পরিকল্পনা তাঁদের। ছবিটির দৃশ্যধারণ করা হবে ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও আরও কয়েকটি দেশে।টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ৮০০ উইকেট নিয়ে রেকর্ড করেছিলেন ঘূর্ণির জাদুকর মুত্তিয়া মুরালিধরন। তাঁর পেছনেই আছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার শেন ওয়ার্ন ৭০৮টি উইকেট নিয়ে।