সালমানকে ‘মানিকে মাগে’ শেখালেন ইয়োহানি

মঞ্চে ইয়োহানি
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

সালমান খানকে এবার ভাইরাল ‘মানিকে মাগে হিথে’ শেখালেন গানটির গায়িকা ইয়োহানি। বিগ বসের মঞ্চে সিংহলি এই গায়িকার সঙ্গে এই বলিউড তারকাকে গাইতে দেখা গেল। বিগ বসের বিজ্ঞাপনে ইয়োহানি ও সালমানের গানটি প্রচার করা হচ্ছে।

অনেক তারকাকেই স্পর্শ করেছে ইয়োহানির গাওয়া ‘মানিকে মাগে হিথে’। তাঁদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চনও। ভাইরাল হওয়ার সুবাদে ভারতে গান করার আমন্ত্রণ পেয়েছেন ইয়োহানি। এবার তাঁকে দেখা গেল জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসে। সেই মঞ্চেই তাঁর সঙ্গে গলা মেলালেন সালমান। গাওয়ার সময় ইয়োহানির কাছ থেকে গানের অংশবিশেষ শিখে নিতে দেখা গেছে সালমানকে।

বিগ বস–১৫–এর মঞ্চে ইয়োহানি ও সালমান খান
ছবি: সংগৃহীত

সম্প্রতি শুরু হয়েছে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের ১৫তম আসর। প্রথম দিন থেকেই আলোচনায় বিগ বসের নতুন মৌসুম। তবে শনিবারের এ পর্বটি ছাড়িয়ে গেছে আগের সব চমক। শো শুরুর সঙ্গে সঙ্গে ইয়োহানি ডি সিলভাকে সেখানে হাজির করে ভক্তদের বিরাট এক চমক দিলেন সঞ্চালক সালমান খান।

ইয়োহানি ডি সিলভা
ছবি: সংগৃহীত

ভাইরাল হওয়ার সুবাদে শ্রীলঙ্কা থেকে ভারতে কনসার্ট করতে এসেছিলেন ইয়োহানি। সেপ্টেম্বর মাসের শেষে দুটি কনসার্ট করেন তিনি। অক্টোবর মাসের শুরুতে গুরগাঁও ও হায়দরাবাদে ইয়োহানির কনসার্ট ছিল। সেখান থেকেই তাঁকে বিগ বসে ডেকে নেন সালমান খান। আগে এক সাক্ষাৎকারে ইয়োহানি বলেছিলেন, বলিউড সিনেমার তিনি বড় ভক্ত। আর সালমান খান তাঁর প্রিয় অভিনেতা। প্রিয় তারকার সঙ্গে ‘মানিকে মাগে হিথে’ গেয়ে দারুণ উচ্ছ্বসিত শ্রীলঙ্কার এই ভাইরাল কন্যা। ইনস্টাগ্রামে পোস্ট করা তাঁর ভিডিওটি সে কথাই বলে।

ইতিমধ্যে হিন্দি ছবির সঙ্গেও যুক্ত হয়েছেন ইয়োহানি ডি সিলভা। সদ্য মুক্তি পাওয়া বলিউড ছবি ‘সিদ্দত’-এর টাইটেল গানটি গেয়েছেন তিনি।