সানি ও ববি দেওলের জন্য শেষ চেষ্টা
সোমবার বলিউডের ‘দেওল’ পরিবার তাদের আগামী ছবির ঘোষণা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওল পরিবার জানিয়েছে, সুপারহিট ছবি ‘আপনে’র সিক্যুয়েল আনতে যাচ্ছে তারা। ‘আপনে টু’ ছবির প্রস্তুতিও শুরু করে দিয়েছে তারা। তবে এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ যা হতে যাচ্ছে, তা হলো দেওল পরিবারের তিন প্রজন্ম একসঙ্গে পর্দায় আসবেন। ধর্মেন্দ্রর সঙ্গে তাঁর দুই সন্তান সানি এবং ববি থাকবেন। এই দুই প্রজন্মের সঙ্গে যুক্ত হচ্ছে তৃতীয় প্রজন্ম। সানির পুত্র করণকে ‘অপনে টু’ ছবিতে দেখা যাবে। তাই ছবির নায়ক নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই। তবে নায়িকা হবেন কে বা কারা, তা নিয়ে এরই মধ্যে জল্পনাকল্পনা শুরু হয়ে গেছে।
২০০৭ সালে অনিল শর্মা পরিচালিত ‘আপনে’ ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবির আবেগ দর্শকের অন্তরকে স্পর্শ করতে পেরেছিল। আর সেই তাগিদ থেকেই নির্মাতারা ‘আপনে টু’ ছবিটি আনতে চলেছেন।
‘আপনে’ ছবির নায়িকা হিসেবে ক্যাটরিনা কাইফ এবং শিল্পা শেঠিকে দেখা গিয়েছিল। এখন প্রশ্ন, ‘আপনে টু’র নায়িকা হিসেবেও কি এই দুই অভিনেত্রীকে দেখা যাবে? অনেকের মতে, ক্যাটরিনা আর শিল্পা যদি ‘আপনে টু’র নায়িকা হতেন, তাহলে নির্মাতারা ছবির নামের সঙ্গে তাঁদের নামও প্রকাশ করতেন।
‘আপনে’ থেকে এর সিক্যুয়েলের কাহিনি আলাদা। তাই ক্যাটরিনা আর শিল্পাকে দেখার সম্ভাবনা নেই বললেই চলে। জোর খবর যে এই সিক্যুয়েল ছবির জন্য অন্য নায়িকার কথা ভাবছেন নির্মাতারা। করণের নায়িকা হিসেবে নতুন কোনো মুখের অভিষেক হতে পারে এই ছবির মাধ্যমে। সানি এবং ববির বিপরীতে অন্য নায়িকার কথা ভাবা হচ্ছে। তবে জোর রব যে ববির নায়িকা হিসেবে ঊর্বশী রাউতেলার সম্ভাবনা আছে। তাহলে কি ‘আপনে টু’ থেকে ক্যাটরিনার প্রস্থান হচ্ছে?
‘আপনে টু’ ছবির থাকবে একটি নতুন গল্প। সিক্যুয়েল পরিচালনা করবেন অনিল শর্মা। অনিল শর্মা জানিয়েছেন ‘আপনে টু’র গল্প যাতে এই প্রজন্মকেও সংযুক্ত করতে পারে, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে আবেগের পাশাপাশি রহস্য থাকবে বলে জানা গেছে। পরিচালক জানিয়েছেন, এমন এক কাহিনি তাঁরা আনতে চলেছেন, যা অপ্রত্যাশিত; দর্শককে ভরপুর চমক দেবে।
দর্শক ভাববেন এক আর পর্দায় হবে অন্য কিছু। অনিল শর্মা এই সিক্যুয়েল নিয়ে অত্যন্ত আশাবাদী। তাঁর মতে, ‘আপনে’ ছবির মতো এর সিক্যুয়েল ছবিটিও দর্শকের ভরপুর ভালোবাসা পাবে। পরিচালক অত্যন্ত উচ্ছ্বসিত যে তিন প্রজন্ম একসঙ্গে তাঁর পরিচালনায় কাজ করতে চলেছেন। বলিউডের ইতিহাসে এর আগেও এ রকম ঘটনা একবার ঘটেছিল। কাপুর পরিবার তিন প্রজন্মকে নিয়ে একটি ছবি নির্মাণ করেছিল। ‘কাল আজ অউর কাল’ ছবিতে পৃথ্বীরাজ কাপুর, রাজ কাপুর এবং রণধীর কাপুর একসঙ্গে কাজ করেছিলেন।
সানিপুত্র করণ ‘আপনে টু’ ছবির মাধ্যমে দ্বিতীয়বার পর্দায় আসছেন। এর আগে ‘পল পল দিল কে পাস’ ছবির মাধ্যমে তাঁর বলিউডে অভিষেক হয়েছিল। এই ছবির পরিচালক ছিলেন সানি নিজে। তবে করণের অভিষেক ছবিটি বক্স অফিসে একদমই সফলতা পায়নি।
আগামী বছর জানুয়ারিতে ‘আপনে টু’ ছবিটি মুক্তি পাবে। আগামী বছর মার্চ মাস থেকে এই ছবির শুটিং শুরু হবে। ছবিটির অধিকাংশ দৃশ্যের শুটিং পাঞ্জাব আর ইউরোপে হবে। দেওল পরিবারের এই মুহূর্তে একটা হিট ছবির ভীষণ প্রয়োজন, যাতে সানি আর ববি আবার ঘুরে দাঁড়াতে পারেন। আর করণের বলিউডে টিকে থাকার জন্য একটা হিট ছবির প্রয়োজন। ‘আপনে টু’ দেওল পরিবারকে কতটা রক্ষা করতে পারবে, তা সময়ই বলবে।