সমুদ্রের পাড়ে আবেদনময়ী নেহার নতুন ছবি ভাইরাল
২০১০ সালে ইমরান হাশমিকে সঙ্গী করে ‘ক্রুক’ সিনেমা দিয়ে বলিউডে খাতা খুলেছিলেন নেহা শর্মা। তবে এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও ক্যারিয়ারটা যেন ধরেও অধরা হয়ে গেল। সর্বশেষ দেখা দিয়েছেন অজয় দেবগন ও কাজল অভিনীত ‘তানহাজি’ ছবিতে। বলিউডে ক্যারিয়ার গড়ার ব্যর্থতা নিয়েও ‘আবেদনময়ী’ হিসেবে ভারতে নামডাক আছে তাঁর। তাই কাজ কম হলেও তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় দেখা যায়। নিত্যনতুন ছবি পোস্ট করেন। গত সপ্তাহে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। বেশ কিছু ছবি সাড়া ফেলেছে। সেখানে বেশির ভাগ ছবিই সমুদ্রের পাড়ে তোলা। স্বল্প বসনে সেসব ছবি নিয়ে তুমুল ভাইরালও হয়। অনেকে এমনও প্রশ্ন করেছেন, নেহার কি তবে শীত লাগে না?
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০