সবচেয়ে জীবন্ত চরিত্র নিয়ে হাজির
বাণী কাপুরের ক্যারিয়ারকে মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়। ২০১৯-এর আগে ও পরে। ২০১৩ সালে প্রথম হিন্দি ছবি শুদ্ধ দেশি রোমান্স মুক্তির পরের ছয় বছরে তাঁর আর মাত্র দুটি ছবি মুক্তি পায়—‘বেফিকরে’ ও ‘ওয়ার’। এর অন্যতম কারণ ছিল যশরাজ ফিল্মসে সঙ্গে চুক্তি। প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকেই সমানে কাজ শুরু করেন বাণী। সেই ধারাবাহিকতায় মুক্তি পায় ‘বেল বটম’ ও ‘চণ্ডীগড় করে আশিকি’। দ্বিতীয়টিতে ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান বাণী। আবারও যশরাজ ফিল্মসের ছবিতে দেখা যাবে তাঁকে। সেই ছবি ‘শমসেরা’র ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল। এরপর থেকেই প্রশংসায় ভাসছেন অভিনেত্রী।
রণবীর কাপুর, বাণী কাপুর, আর সঞ্জয় দত্ত অভিনীত শমসেরা পরিচালনা করেছেন ‘অগ্নিপথ’খ্যাত পরিচালক করণ মালহোত্রা। করণের মতো পরিচালক ও রণবীর আর সঞ্জয় দত্তের মতো তারকার সঙ্গে রুপালি পর্দায় আসতে পেরে বেজায় খুশি বাণী। গতকাল শুক্রবার মুম্বাইতে ট্রেলার মুক্তি অনুষ্ঠানে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ছবির যে সিনেমাটিক অভিজ্ঞতা পেয়েছি, তা “লার্জার দ্যান লাইফ” ধরনের। আগে কখনো এ ধরনের ছবিতে কাজ করিনি। এই ছবি করার সবচেয়ে বড় কারণ করণ মালহোত্রা। আমি তাঁর পিরিয়ড ছবির বড় ভক্ত। অগ্নিপথ আমার ভীষণ প্রিয় ছবি। এ ছাড়া রণবীর কাপুর, সঞ্জয় স্যারের মতো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।’
‘শমসেরা’য় ‘সোনা’ নামে এক তরুণীর ভূমিকায় দেখা যাবে বাণীকে। নিজের অভিনীত চরিত্রটি নিয়ে অন্য সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘সব সময় এমন ধরনের চরিত্র বেছেছি, চিত্রনাট্যে যার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এ ক্ষেত্রও তাই হয়েছে। তবে এ ব্যাপারে করণ মালহোত্রাকে ধন্যবাদ জানাতে চাই। কারণ, তিনি আমার মধ্যে সোনাকে খুঁজে পেয়েছিলেন। সব সময় গাইড করেছেন।’
শুধু তা–ই নয়, ‘সোনা’ চরিত্রটিকে তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা বলেও অভিহত করেন বাণী, ‘সোনা মানসিকভাবে খুব শক্ত, আত্মবিশ্বাসে ভরপুর। এখন পর্যন্ত যত চরিত্র পর্দায় তুলে ধরেছি, সেগুলোর মধ্যে এটা সবচেয়ে জীবন্ত। রণবীরের মতো অভিনেতার সঙ্গে জুটি বাঁধা সত্যি দারুণ অভিজ্ঞতা। ব্যক্তিগতভাবে তিনি আমার অত্যন্ত পছন্দের অভিনেতা।’
‘শমসেরা’য় রণবীরকে নাম ভূমিকায় দেখা যাবে। ছবিতে তিনি বাবা ও ছেলের দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। হিন্দি ছাড়া তামিল, তেলেগুতে ছবিটি মুক্তি পাবে ২২ জুলাই।