সচেতন জাহ্নবী

জাহ্নবী কাপুর খেতে ভালোবাসেন

করোনাকাল এখনো শেষ হয়নি। সংক্রমণ কমেছে, তবে নির্মূল হয়নি। সুতরাং এখনো থাকা চাই সতর্ক। বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর এই মন্ত্র মেনে চলছেন হরদম। তার প্রমাণও পাওয়া গেল সম্প্রতি।

মুম্বাইয়ের রাস্তায় পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন জাহ্নবী। পাপারাজ্জির করা ওই ভিডিওতে দেখা যায়, ভক্তের করা অনিয়ম আবদার মেটাননি জাহ্নবী। বরং উল্টো নিয়ম শুনিয়ে দিয়েছেন।

নীল ক্রপ টপস, ডেনিম প্যান্ট ও কালো মাস্কে দেখা গেল জাহ্নবীকে। এক ভক্ত তাঁর সঙ্গে সেলফি তোলার আবদার করেন। ভক্তের অনুরোধ মেটাতে সামাজিক দূরত্ব মেনে সেলফি তোলেন এই বলিউড তারকা। পরে ওই ভক্ত অনুরোধ করেন, জাহ্নবী যেন তাঁর মাস্ক খোলেন ছবি তোলার সময়। করোনার এই সময়ে এমন প্রস্তাবে সাড়া দেননি জাহ্নবী। বরং বলেন, তিনি (ভক্ত) যে মাস্ক পরেননি, এটা ঠিক নয়। তিনি যেন মাস্ক পরেন।

জাহ্নবী কাপুর

পারিবারিকভাবেই করোনায় বেশ সতর্ক ছিলেন জাহ্নবী কাপুররা। বিশেষ করে বাবা বনী কাপুর মেয়েদের স্বাস্থ্যের ব্যাপারে ছিলেন সচেতন। গত বছর মে মাসে জাহ্নবীদের বাড়িতে করোনা হানা দিয়েছিল। তাঁদের তিন পারিবারিক কর্মীর শরীরে করোনার সংক্রমণ ঘটে। তখন বাড়িসুদ্ধ সবাই এই ভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে, সে ব্যাপারে বেশ সতর্ক ছিলেন। ভক্তদের আশ্বস্ত করে বনী জানিয়েছিলেন, ‘আমার সন্তানেরাসহ বাসার সবাই ভালো আছি। পরবর্তী ১৪ দিন আমরা সেল্ফ কোয়ারেন্টিনে থাকব।’

জাহ্নবীকে শেষ দেখা গেছে রুহি ছবিতে। হাতে আছে গুড লাক জেরি ছবিটি। এ ছাড়া মাঝপথে থেমে আছে দোস্তানা টু ছবির কাজ।