সংসদে সরব নুসরাত
নানা কারণে আলোচনায় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। নির্বাচনী লড়াইয়ে জয়লাভের পর থেকেই ভারত ও বাংলাদেশের বিনোদনজগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই তারকা সাংসদ। বিয়ে, বিচ্ছেদ, সন্তান নিয়ে সংবাদ শিরোনাম হচ্ছেন প্রায়ই। এবার শিরোনাম হয়েছেন সংসদে বক্তৃতা দিয়ে।
এর আগে মাতৃত্বকালীন ছুটি নেওয়ার কারণে অধিবেশনে যোগ দিতে পারেননি। তবে সংসদের শীতকালীন অধিবেশনের শুরুর দিন থেকেই সংসদে উপস্থিত নুসরাত জাহান। তিন মাসের ছেলেকে ঘরে রেখেই সাংসদের দায়িত্ব পালন করলেন এই তারকা। সর্বভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস খবরটি প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, পুরোদস্তুর রাজনৈতিক ব্যক্তিত্ব না হলেও সংসদে নুসরাতের বক্তব্য আলোড়ন সৃষ্টি করেছে। ভারতের লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে কেন বেসরকারি করা হচ্ছে, তা নিয়ে মোদি সরকারকে তিনি প্রশ্ন করেছেন।
হিন্দুস্থান টাইমস সূত্র বলছে, তৃণমূল শুরু থেকেই কেন্দ্রের এই পদক্ষেপের বিরোধিতা করেছে। দলের হয়েই এদিন এই বক্তব্যের সঙ্গে নিজের মতামত প্রকাশ করছেন। সে দেশের কোল ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া, সেলের মতো একাধিক লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, সেই মতো পরিকল্পনাও গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতে আরও রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণ হবে—তেমন ইঙ্গিত আছে।
আমজনতার আর্থিক উন্নয়নের স্বার্থে তৈরি সংস্থাগুলোর দায়িত্ব কেন ছেড়ে দিতে চায় কেন্দ্র? এ সিদ্ধান্ত দেশের আর্থিক পরিস্থিতি জন্য লাভজনক নয়, এমনটাই উঠে এসেছে নুসরাতের বক্তব্যে।
লোকসভায় সংসদ অধিবেশনে দাঁড়িয়ে নুসরাত জাহান বলেন, ‘লাভজনক সংস্থাগুলোর ওপরে সরকারের এ সিদ্ধান্ত কেন? বেসরকারীকরণ যদি করতেই হয়, তাহলে আর্থিক ক্ষতির শিকার যেসব সংস্থা, সেগুলোকে কেন বেছে নেওয়া হচ্ছে না? এভাবে সংশ্লিষ্ট সংস্থার কর্মীরাও অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ছেন।’
নুসরাত আরও বলেন, ‘পিপিপি মডেলে অলাভজনক সংস্থাগুলোর বেসরকারীকরণ করুক কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে এসে বিবৃতি দিয়ে জানান রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা নিচ্ছে তাঁর সরকার। আমার দল বরাবরই এভাবে লাভজনক সংস্থার ওপর এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার বিরোধী। আমিও ফের সে কথাই মনে করিয়ে দিলাম।’
১৯৯০ সালের ৮ জানুয়ারি কলকাতায় নুসরাত জাহানের জন্ম। ২০১০ সালে সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মডেলিং শুরু করেন। ২০১১ সালে সিনেমায় অভিষেক। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে বসিরহাটের সাংসদ হন তিনি।
২০১৯ সালের ১৯ জুন বেশ ঢাকঢোল পিটিয়ে ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেছিলেন নুসরাত জাহান।
সেই বিয়ের পাঁচ মাসের মাথায় নভেম্বরে হঠাৎ একসঙ্গে অনেক ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন নুসরাত, হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। এর কিছুদিন পর এই অভিনেত্রী দাবি করেন, বিয়ে নয়, লিভ টুগেদার করছিলেন তাঁরা। নিখিলের সঙ্গে বিচ্ছেদ হতে না হতেই যশের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে দেখা যায় নুসরাতকে।