লকডাউন থেকে কী শিখলেন ফাতিমা?

লকডাউন অনেকেরই চোখ খুলে দিয়েছে। তবে এমন অনেক অভিজ্ঞতা, নতুন দক্ষতা আর অনুধাবন হয়েছে, যা লকডাউন ছাড়া হয়তো সম্ভব হতো না। এমনটাই ভাবনা বলিউড অভিনেত্রী দঙ্গলকন্যা ফাতিমা সানা শেখের।

ফাতিমা সানা শেখইনস্টাগ্রাম

লকডাউন অনেকেরই চোখ খুলে দিয়েছে। হ্যাঁ, লকডাউনে অনেকেই অনেক কিছু করতে পারেননি বটে। তবে এমন অনেক অভিজ্ঞতা, নতুন দক্ষতা আর অনুধাবন হয়েছে, যা লকডাউন ছাড়া হয়তো সম্ভব হতো না। এমনটাই ভাবনা বলিউড অভিনেত্রী দঙ্গলকন্যা ফাতিমা সানা শেখের। ভারতের একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে ফাতিমা জানিয়েছেন, দুর্দান্ত কাটছে তাঁর গৃহবন্দী দিনগুলো।

ফাতিমা সানা শেখ
ইনস্টাগ্রাম
মাসের পর মাস ঘরে থাকতে তাঁর বেশ ভালোই লাগছে। এই সময়ে ঘরে থেকে নিরিবিলি ছবি তুলছেন। ভিডিও সম্পাদনার ওপর অনলাইন কোর্সও করছেন।

মানুষ হিসেবে ফাতিমা নাকি খুবই ঘরকুনো। বন্ধুবান্ধব নিয়ে আড্ডা বা পার্টি করার চেয়ে তিনি ঘরে বসে থাকাতেই অধিক স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই মাসের পর মাস ঘরে থাকতে তাঁর বেশ ভালোই লাগছে। এই সময়ে ঘরে থেকে নিরিবিলি ছবি তুলছেন। ভিডিও সম্পাদনার ওপর অনলাইন কোর্সও করছেন। ২৮ বছরের এই তারকা বলেন, ‘আমি সব সময় ক্যামেরার পেছনের কাজকে ভালোবেসে এসেছি। আর লকডাউনে সেসব ইচ্ছেপূরণের পথেই এগোচ্ছি। আমি বিশ্বের সেরা চিত্রগ্রাহকদের কাজ দেখছি। তাঁদের অনলাইন কোর্স করছি। ছবি তোলা শিখছি। পাখিদের ছবি তুলতে আমার বেশ লাগে।’

আমি বিশ্বের সেরা চিত্রগ্রাহকদের কাজ দেখছি। তাঁদের অনলাইন কোর্স করছি। ছবি তোলা শিখছি। পাখিদের ছবি তুলতে আমার বেশ লাগে।
ফাতিমা সানা শেখ
ফাতিমা সানা শেখ
ইনস্টাগ্রাম

ফাতিমা এই গৃহবন্দী সময় শেষে কী করবেন? সে ইচ্ছার কথাও জানিয়েছেন। জানিয়েছেন, এই করোনাকাল পেরোলে তিনি ক্যামেরা হাতে বনে–জঙ্গলে ঘুরে ঘুরে পাখিদের ছবি তুলবেন। আর এ জন্য তিনি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি আর পাখিদের নিয়ে নানা বইপত্রও নাড়াচাড়া করছেন। এদিকে ফাতিমা বলিউডের নামী পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গে একটি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন। ‘পালকেন খোলো’ শিরোনামের গানটি একটি কবিতা থেকে অনুপ্রাণিত। এই মিউজিক ভিডিওতে ফাতিমার প্রিয় পোষা কুকুর বিজলিকেও দেখা গেছে।

ফাতিমা সানা শেখকে দেখা যাবে সুরাজ পে মঙ্গল ভারি হ্যায় সিনেমায়। এখানে তিনি পর্দা ভাগ করবেন মনোজ বাজপেয়ি ও দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে। অনুরাগ বসু পরিচালিত লুডু সিনেমায়ও দেখা দেবেন তিনি। এখানে ফাতিমার বিপরীতে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী রাজকুমার রাওকে।

ফাতিমা সানা শেখ
ইনস্টাগ্রাম
আরও পড়ুন