রোববার বাদে...

বলিউডের এই অভিনেত্রীর গড়ন বলে দেয়, নিয়ম করে শরীরের যত্ন নেন তিনি
ইনস্টাগ্রাম

টেবিলের ওপরে সাজানো পাঁচটি কেক। লোভাতুর দৃষ্টিতে সেগুলোর দিকে তাকিয়ে আছেন শিল্পা শেঠি। তাঁর আর তর সইছিল না। বড় কেকটি থেকে একটা টুকরো তুলে মুখে পুরলেন তিনি। তাঁর অভিব্যক্তি বলে দিল সেটা বেশ সুস্বাদু।

শিল্পা শেঠির ইনস্টাগ্রাম মানেই দেখা যাবে যোগব্যায়ামের ছবি। বলিউডের এই অভিনেত্রীর গড়ন বলে দেয়, নিয়ম করে শরীরের যত্ন নেন তিনি। কিন্তু গতকালের ভিডিওটি ভিন্ন। সেই ভিডিও বলছে, ফিটনেস ঠিক রাখেন মানে তিনি স্বাদের খাবার ছুঁয়ে দেখেন না, তা নয়। পুরো সপ্তাহ ডায়েট মানলেও রোববার ব্যতিক্রম। এদিন তাঁর ছুটি। তাই ইচ্ছেমতো খাওয়া তাঁর চাই–ই চাই। এদিন কোনো নিয়মনীতির বালাই নেই। ক্যালরির কথা তিনি এদিন যেন মনেই রাখেন না। শুধু তাই নয়, প্রতি রোববারই নানা স্বাদের খাবার চেখে দেখেন শিল্পা। আর ব্যাপারটা জানান দেন ভক্তদের।

ফিটনেস ধরে রাখতে সব সময়ই পুষ্টিকর খাবার খাওয়ার নিয়ম মেনে চলেন শিল্পা
ইনস্টাগ্রাম

রোববার এ রুটিন ভাঙার নাম তিনি দিয়েছেন ‘সানডে বিঞ্জ’। গতকাল যে ভিডিওটি তিনি শেয়ার করেছেন, সেখানে দেখা গেল, পরপর পাঁচটি কেক সাজানো। প্রথমটিতে লেখা—আনন্দ, দ্বিতীয়টি ভালোবাসা, তৃতীয়টাতে সুস্বাস্থ্য, চতুর্থ কেকটিতে সুখ আর পঞ্চম কেকটিতে লেখা সানডে বিঞ্জ। ভিডিওতে দেখা গেল, লেখাগুলো পড়লেন শিল্পা আর বললেন, এ সবকিছুই সানডে বিঞ্জ–এর জন্য। এরপরই তিনি একটি কেক কেটে মুখে পুরে দেন। কে না জানে খাওয়াদাওয়ায় বেশ খুঁতখুঁতে শিল্পা। বিশেষ করে ফিটনেস ধরে রাখতে সব সময়ই পুষ্টিকর খাবার খাওয়ার নিয়ম মেনে চলেন তিনি। তাই ইনস্টাগ্রামে শিল্পার গাছ থেকে বেগুন কিংবা লাউ তোলা দেখে কেউ অবাক হন না।

এদিকে নস্টালজিক হয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন শিল্পা। তাঁর অভিনীত প্রথম ছবি ‘বাজিগর’–এর প্রথম শুটিং যেখানে করেছিলেন, সেখানেই রিয়েলিটি শো ‘ইন্ডিয়া গট ট্যালেন্ট’–এর শুটিং করতে গিয়েছিলেন তিনি। এত বছর পর সেখানে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েছিলেন তিনি। অনেক দিন পর ‘হাঙ্গামা টু’ দিয়ে সিনেমায় ফিরলেও খুব একটা সাড়া পাননি তিনি। এখন তিনি ব্যস্ত আছেন টেলিভিশনের রিয়েলিটি শো নিয়ে।