২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

রিয়ার ‘সরি বাবু’র অর্থ কী

মৃত্যুর দুই মাস পর নিজেকে সুশান্তের প্রেমিকা পরিচয় দিয়ে ইনস্টাগ্রামে স্ট্যাটাস দেন রিয়া। যদিও ৮ জুন তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল। সেদিন সুশান্তের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। এ কথা তিনি নিজেই জানিয়েছিলেন মহেশ ভাটকে। এমনকি ওই দিনই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সুশান্তের সব ছবি মুছে ফেলেন রিয়া।

রিয়া চক্রবর্তীইনস্টাগ্রাম
রিয়া চক্রবর্তী
ছবি: সংগৃহীত

সুশান্ত মারা গেছেন! শুনে হাসপাতালে ছুটে গিয়েছিলেন প্রেমিকা রিয়া। সেখান থেকে তাঁকে বের করে দেন সুশান্তের বোন। চেয়েছিলেন, মৃত ভাইটিকে একটু শান্তিতে থাকতে দিক রিয়া! তবু মর্গে গিয়ে সুশান্তের বুকে হাত রেখে কেঁদেছিলেন রিয়া। বারবার বলছিলেন, ‘সরি বাবু।’ কী অর্থ এর?


১৪ জুন মারা যান বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত। মৃত্যুর দুই মাস পর নিজেকে সুশান্তের প্রেমিকা পরিচয় দিয়ে ইনস্টাগ্রামে স্ট্যাটাস দেন রিয়া। যদিও ৮ জুন তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল। সেদিন সুশান্তের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। এ কথা তিনি নিজেই জানিয়েছিলেন মহেশ ভাটকে। এমনকি ওই দিনই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সুশান্তের সব ছবি মুছে ফেলেন রিয়া। সেদিন থেকে সুশান্তের সঙ্গে আর কোনো কথাই হয়নি তাঁর। যদিও মৃত্যুর আগের দিনও রিয়াকে ফোন করেছিলেন সুশান্ত। ফোন তোলেননি তিনি।

ইন্ডিয়া টুডের এক বিশেষ প্রতিবেদনে জানা যায়, ১৫ জুন মা ও ভাইয়ের সঙ্গে মুম্বাইয়ের কুপার হাসপাতালের মর্গে গিয়েছিলেন রিয়া। মর্গে সুশান্তের মরদেহের বুকে হাত রেখে ‘সরি বাবু’ বলে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। প্রশ্ন উঠেছে, কেন মৃত সুশান্তকে বারবার ‘সরি’ বলছিলেন রিয়া! সুশান্তের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ায় অনুশোচনা, নাকি অন্য কিছু?

রিয়া চক্রবর্তী
ছবি: সংগৃহীত

মুম্বাই পুলিশ ও ডিরেক্টরেট অব এনফোর্সমেন্টের (ইডি) জবানবন্দিতে অসহযোগিতা করেছেন রিয়া। বেশ কিছু প্রশ্নের উত্তরে বলেছেন, ‘মনে নেই’, ‘জানি না।’ এই মুহূর্তে তাঁর মাথার ওপর ঝুলছে দুটি মামলা—একটি পাটনা থানায় সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিংয়ের করা, অন্যটি সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই), মুম্বাই থানায়। ভারতের নামকরা আইনজীবীকে নিয়ে মামলা লড়ার জন্য প্রস্তুত রিয়া। সতীশমান সিন্দে নামের ওই আইনজীবী এর আগে সালমান খান ও সঞ্জয় দত্তের হয়ে আইনি লড়াই করেছিলেন।