রাতের ঘুম চলে গিয়েছিল শ্রদ্ধার
আজও শিউরে ওঠেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বন্দুকের সেই গুলির শব্দ যেন এখনো কানে বাজে। প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে শ্রদ্ধা সাহো ছবিতে তাঁর অ্যাকশন দৃশ্য নিয়ে কথা বললেন। জানালেন, আসল বন্দুক নিয়ে অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী।
আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে অ্যাকশনধর্মী ছবি সাহো। বাহুবলীর পর প্রভাস ফের এই ছবি দিয়ে পর্দায় এলেন। তাই ছবিটি ঘিরে উত্তেজনা বাড়ছে। নির্মাতাদের দাবি, সাহো ভারতীয় ছায়াছবির দুনিয়ায় সবচেয়ে বড় অ্যাকশনধর্মী ছবি হতে যাচ্ছে। সুজিত পরিচালিত এই ছবিতে তাই রোমাঞ্চকর নানা মারামারির দৃশ্য থাকবে, এটাই স্বাভাবিক। প্রভাসের পাশাপাশি শ্রদ্ধাকেও দেখা যাবে হাড় হিম করা অ্যাকশন দৃশ্যে। সম্প্রতি ছবি নিয়ে এই তারকা সুন্দরী বলেন, ‘একটা আন্তর্জাতিক দল হায়দরাবাদে এসেছিল। আর তাঁরা খুব ভালোভাবে আমাদের প্রশিক্ষণ দেন। তাঁদের অ্যাকশন শেখানোর কৌশল আমার দারুণ লেগেছে।’
অ্যাকশন দৃশ্যের সময় রীতিমতো ভয় পেয়েছিলেন শ্রদ্ধা। তাঁর ভাষায়, ‘শুটিংয়ের সময় আমি অনেকবারই ভয় পেয়েছিলাম। কারণ আসল বন্দুক নিয়ে আমাকে শুট করতে হয়েছিল। বন্দুকটা ওজনেও ছিল বেশ ভারী, আওয়াজও ছিল ভয়ংকর। যেদিন এই দৃশ্যটা শুট হয় সে রাতে আমি ঘুমাতে পারিনি। আমার কানে সেই আওয়াজ বারবার ভেসে আসে। ধীরে ধীরে এই আওয়াজে অভ্যস্ত হয়ে উঠি। তবে সেই ঘটনার কথা মনে পড়লে আজও শিউরে উঠি।’
সুজিত পরিচালিত সাহো ছবিতে প্রভাস-শ্রদ্ধা ছাড়া জ্যাকি শ্রফ, নীল নিতীন মুকেশ, চাঙ্কি পান্ডেসহ আরও অনেকে আছেন। এই ছবির পরপরই মুক্তি পাবে শ্রদ্ধার আর একটি ছবি চিচোড়ে। শ্রদ্ধার বিপরীতে সুশান্ত সিং রাজপুত অভিনয় করবেন এই ছবিতে।