রাকুলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের স্বাস্থ্য আর পরিবার

রাকুল প্রীত সিং
ইনস্টাগ্রাম

করোনায় আক্রান্তের তালিকায় নাম উঠেছে বলিউড তারকা রাকুল প্রীত সিংয়ের। সম্প্রতি করোনার সঙ্গে বসবাসের অভিজ্ঞতা নিয়ে ৩০ বছর বয়সী এই ‘দে দে পেয়্যার দে’খ্যাত তারকা মন খুলে কথা বলেছেন।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাকুল প্রীত সিং বলেন, ‘যখন আমার শরীরে করোনার উপসর্গ দেখা দিল, আমি বিষণ্ন হয়ে পড়েছিলাম। ক্লান্তি আমার ওপর চেপে বসেছিল। তারপর আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। এখন আমি বাড়িতেই নিজেকে কোয়ারেন্টিন করে রেখেছি। আগের চেয়ে ভালো আছি। আশা করছি দ্রুতই সুস্থ হয়ে সেটে ফিরব। পুরো বিষয়কে আমি ইতিবাচকভাবে দেখার চেষ্টা করছি। আমার বিশ্বাস, এই ইতিবাচক মানসিকতাই আমাকে এই যুদ্ধে জয়ী করবে।’

রাকুল আরও বলেন, ‘বছরটা আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ বছর। আপনি যা-ই করেন না কেন, যত টাকাই বেতন পান না কেন, আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের স্বাস্থ্য আর পরিবার। সময়টা আমাদের আরও বেশি বাস্তবতার সঙ্গে পরিচিত করিয়েছে। সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে। চিনিয়েছে জীবনের সত্যিকারের মানে। আর বছরটা যত খারাপই হোক না কেন, দুর্দান্ত।’

রাকুল প্রীত সিং
ফেসবুক থেকে

কেবল হিন্দি ভাষায় নয়, দক্ষিণ ভারতীয় তেলেগু, তামিল ও কন্নড় ভাষার অসংখ্য ছবিতেও দেখা দিয়েছেন রাকুল। সামাজিক কাজেও যুক্ত আছেন। ভারতের সামাজিক আন্দোলন ‘বেটি বাঁচাও’ প্রোগ্রামের শুভেচ্ছাদূত তিনি। ২০১৪ সালে ইয়ারিয়া ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তাঁর। ২০২১ সালে তাঁকে দেখা যাবে ‘থ্যাংক গড’ ছবিতে। এ ছাড়া অর্জুন কাপুরের সঙ্গে করা আরেকটি ছবিতেও তাঁকে দেখা যাবে। যদিও ছবির নাম এখনো ঠিক হয়নি। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন জন আব্রাহাম ও অদিতি রাও হায়দারি। এ ছাড়া অজয় দেবগনের ‘মে ডে’ থ্রিলার ড্রামায় তাঁকে পাইলটের ভূমিকায় দেখা যাবে।