যেন এই কফি খেলে করোনা সেরে যাবে

আলিয়া ফার্নিচারওয়ালা। ছবি: ইনস্টাগ্রাম
আলিয়া ফার্নিচারওয়ালা। ছবি: ইনস্টাগ্রাম

প্রথম বলেই ছক্কা পেটানোর মতো কাজ করেছেন আলিয়া ফার্নিচারওয়ালা। প্রথম ছবিতেই গর্ভবতী তরুণীর ভূমিকা! সেও আবার সাইফ আলী খান ও টাবুর মতো তারকাদের সঙ্গে অভিনয়। ঝুঁকি নিয়ে সফলও হয়েছেন তিনি ‘জাওয়ানি জানেমান’ ছবিতে। কী করছেন তিনি লকডাউনে!

‘জাওয়ানি জানেমান’ ছবিতে গর্ভবতী তরুণীর ভূমিকায় দেখা গেছে তাঁকে। ছবি: ইনস্টাগ্রাম
‘জাওয়ানি জানেমান’ ছবিতে গর্ভবতী তরুণীর ভূমিকায় দেখা গেছে তাঁকে। ছবি: ইনস্টাগ্রাম

ভয় পাচ্ছেন। কেননা ১৩৫ কোটি মানুষের দেশ ভারত। সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব? বিশেষ করে অধিক ঘনবসতিপূর্ণ এলাকায়। অর্থাৎ ভারতে করোনাভাইরাসকে আটকে রাখা কঠিন, আশঙ্কা আলিয়ার। মা পূজা বেদী ও ভাই ওমরের সঙ্গে থাকেন। লকডাউন শুরু হওয়ার আগে তিনি বাবা ফারহান ফার্নিচারওয়ালা, সৎমা লাইলা খান, সৎভাই জান ও নানা কবির বেদীর সঙ্গে সময় কাটিয়েছেন। তিনি বলেন, ‘আমরা কত ভাগ্যবান যে এই দুঃসময়ে পরিবারের সঙ্গে আছি। পর্যাপ্ত খাবার, প্রয়োজনীয় সবকিছু আছে। তবু মনে হচ্ছে, এ রকম সময়ে মানসিকভাবে সুস্থ থাকা সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

তবে লকডাউন, কোয়ারেন্টিন যত নেতিবাচকই হোক না কেন, এর কিছু ভালো দিকও আছে। যেমন ঘরে বসে নুডলস, পাস্তা, কেক, স্যান্ডউইচ বানানো শিখে গেছেন আলিয়া। শিখবেন আরও নতুন সব রান্না। মুঠোফোন জিনিসটা তাঁকে বিরক্ত ও হতাশ করে ফেলেছিল। রান্না শিখতে পেরে বেঁচেছেন যেন। এই লকডাউনে কার সঙ্গে সময় কাটাতে ভালো লাগত? জানতে চাইলে তিনি বলেন, ‘মেরিল স্ট্রিপ।’

লকডাউনে রান্না শিখছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম
লকডাউনে রান্না শিখছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম

ঘরে নিয়মিত ব্যায়াম করছেন আলিয়া, নাচছেন, সময় পেলেই রান্না করছেন। সেসব ভিডিও আবার শেয়ারও করছেন ইনস্টাগ্রামে। মানুষের কারবার দেখে বিরক্ত হয়ে বললেন, ‘কোয়ারেন্টিনে তো ডালগোনা কফি বানানোর হিড়িক পড়ে গেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানেই যাই, সবাই দেখি কফি বানাচ্ছে। যেন এই কফি খেলে করোনা সেরে যাবে!’