মাত্র দুই ঘণ্টা ঘুমাতেন সুশান্ত সিং: কিয়ারার স্মৃতিচারণা
ছয় বছর আগের কথা। ২০১৬ সালে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন কিয়ারা। এই ছবিতে তাঁর নায়ক ছিলেন প্রয়াত বলিউড নায়ক সুশান্ত সিং রাজপুত। খুব শিগগির মুক্তি পেতে চলেছে কিয়ারা আর কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুল ভুলাইয়া টু’ ছবিটি। এই ছবির প্রচারণার সময় কিয়ারা সুশান্তকে ঘিরে কিছু স্মৃতি মেলে ধরেছেন।
সুশান্তর অকালপ্রয়াণে বলিউডে গভীর শোকের ছায়া নেমে এসেছিল। আজও অনেকেই তাঁর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেননি। ‘এমএস ধোনি’ ছবির শুটিংয়ের সময় সুশান্তর সঙ্গে সময় কাটিয়েছেন কিয়ারা। কিয়ারা সুশান্তকে ঘিরে বলেছেন, ‘আমরা ঔরাঙ্গাবাদে শুটিং করেছিলাম। রাত আটটা নাগাদ আমাদের প্যাকআপ হয়ে গিয়েছিল। আর ভোর চারটের সময় আমাদের বিমান ছিল। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সারা রাত গল্প করে কাটাব।’
তিনি আরও বলেছেন, ‘তখন আমি সুশান্তর সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছিলাম। আর আমরা অনেক গল্প করেছিলাম। সুশান্ত তাঁর ভ্রমণ নিয়ে প্রচুর কথা বলেছিলেন। কীভাবে “এমএস ধোনি” ছবিতে কাজের সুযোগ পেয়েছেন, তা তিনি বলেছিলেন। তাঁর জীবন কেমন ছিল, এই নিয়েও নানান কথা সুশান্তর মুখে শুনেছি। বই পড়তে তিনি ভালোবাসতেন। তাঁর কাছে অনেক মোটা মোটা বই ছিল।’
কিয়ারা জানিয়েছেন যে তিনি সুশান্তকে বলেছিলেন তাঁর জীবনের ওপর ছবি বানানো প্রয়োজন। কারণ, সুশান্তর জীবন খুবই প্রেরণাদায়ক আর সবাইকে আকর্ষিত করবে বলে এই বলিউড নায়িকার মনে হয়েছিল। কিয়ারা আরও বলেছেন, ‘সুশান্ত খুব আমোদপ্রিয় ছিলেন। নিজের কাজ নিয়ে তিনি খুবই আবেগপ্রবণ ছিলেন। সুশান্তর কাছে একটি ডায়েরি ছিল। এই ডায়েরিতে ধোনি-সম্পর্কিত সব প্রশ্ন আর তার উত্তর সুশান্ত নিজের হাতে লিখেছিলেন। তিনি ধোনির ব্যক্তিগত আর পেশাগত জীবন সম্পর্কে অনেক গবেষণা করেছিলেন।’
সুশান্তর এক অভ্যাস কিয়ারাকে অবাক করেছিল। এই বলিউড তারকা বলেছেন, সুশান্ত মাত্র দুই ঘণ্টা ঘুমাতেন। আর পরের দিন ঠিক সময়মতো সেটে হাজির থাকতেন। আসলে সুশান্ত বিশ্বাস করতেন যে মানবশরীরে মাত্র দুই ঘণ্টা ঘুম জরুরি। নীরজ পান্ডে পরিচালিত ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে সুশান্ত আর কিয়ারা ছাড়া ছিলেন দিশা পাটানি, অনুপম খেরসহ আরও অনেকে।
এদিকে কিয়ারা অভিনীত ভৌতিক-হাসির ছবি ‘ভুল ভুলাইয়া টু’ ২০ মে মুক্তি পাবে। আনিস বাজমি পরিচালিত এই ছবিতে কিয়ারা, কার্তিক ছাড়া আছেন টাবু, সঞ্জয় মিশ্রা, রাজেশ শর্মাসহ আরও অনেকে।