ভারতের কমেডি অ্যাভেঞ্জার্স
‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজি হলো ভারতের কমেডি অ্যাভেঞ্জার্স। এমন মন্তব্য করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। শুরু থেকেই বলিউডে ‘হাউসফুল’ সিরিজের আলাদা দর্শক তৈরি হয়েছে। ‘হাউসফুল’ মানেই নির্মল বিনোদন। ধীরে ধীরে তা হতে চলেছে আরও শক্তিশালী। যেমনটি অ্যাভেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি সারা বিশ্বে তাদের নিজস্ব দর্শক তৈরি করেছে।
হাউসফুল ফোর ছবির ট্রেলার মুক্তি পেল সম্প্রতি। অক্ষয় বলেন, ‘আমি সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে কথা বলেছি। অ্যাভেঞ্জার্স সিনেমার মতো “হাউসফুল”–এর একটি ছবি করতে। যেখানে সিরিজের সব অভিনেতা ফিরে আসবে।’
আর এটি যদি হয়, তাহলে বলিউডের ইতিহাসে অন্যতম ছবি হতে যাচ্ছে এটি। কারণ, অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, বোমান ইরানি ও চাঙ্কি পান্ডেরা ‘হাউসফুল’–এর প্রতিটি ছবিতেই ছিলেন। দীপিকা পাড়ুকোন ও লারা দত্ত ছিলেন প্রথম ছবিতে। জন আব্রাহাম, জ্যাকুলিন ফার্নান্দেজ ও জেরিন খান ছিলেন দ্বিতীয় ছবিতে। তৃতীয় কিস্তিতে ছিলেন নার্গিস ফাখরি, লিসা হেইডন ও অভিষেক বচ্চন। এক দঙ্গল তারকায় ভরে উঠবে সে ছবি অ্যাভেঞ্জার্স: এন্ডগেম–এর মতো তারকায় ভরপুর ছবি করলে রীতিমতো ইতিহাস হয়ে যাবে বলিউডে।
হাউসফুল ফোর ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, ববি দেওল। তাঁদের সঙ্গে দেখা যাবে কৃতি খারবান্দা, কৃতি শ্যানন ও পূজা হেজকে। সূত্র: হিন্দুস্তান টাইমস