বিয়ের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী ও টেনিস খেলোয়াড় জুটি

টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ ও অভিনেত্রী কিম শর্মা

বলিউডে আবার বিয়ের সানাই বাজতে চলেছে। খবর যে অভিনেত্রী কিম শর্মা আর টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ বিয়ের সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। তবে তাঁরা রাজকীয়ভাবে বিয়ে করছেন না বলে খবর।
কিম আর লিয়েন্ডারের প্রেমের খবর কারও অজানা নয়। তাঁদের একসঙ্গে একাধিকবার দেখা গেছে। এই প্রেমিকযুগলের ছবি নেট দুনিয়ায় নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। জানা গেছে, সম্প্রতি লিয়েন্ডারের মা–বাবা কলকাতা থেকে মুম্বাইতে এসেছিলেন। তাঁরা মুম্বাইয়ের বান্দ্রায় কিমের বাসাতে এসে তাঁর অভিভাবকদের সঙ্গে দেখা করেছেন। আর এখানেই দুই পরিবারের বিয়ে নিয়ে কথাবার্তা হয়েছে বলে জানা গেছে। তবে এর আগেও কিম আর লিয়েন্ডারের অভিভাবকেরা দেখা করেছিলেন। বেশ কিছুদিন আগে কিম আর তাঁর মা–বাবা কলকাতায় লিয়েন্ডারের বাসায় গিয়েছিলেন। খবর অনুযায়ী, এই দুই তারকা সাদামাটা বিয়ে করবেন। আর তাঁরা আদালতে বিয়ের পর্ব সারবেন।

টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ ও অভিনেত্রী কিম শর্মা

লিয়েন্ডার আর কিম যদি গাঁটছড়া বাঁধেন, তাহলে এটা তাঁদের দ্বিতীয় বিবাহ হবে। এমনিতে লিয়েন্ডারের আগের বিয়ে নিয়ে অনেক জটিলতা আছে। এর আগে ২০১০ সালে কিম ব্যবসায়ী আলী পুনজানিকে বিয়ে করেছিলেন। তবে তাঁদের দাম্পত্য সম্পর্ক বেশি দিন টেকেনি। ২০১৬ সালে কিম আর পুনজানির বিবাহবিচ্ছেদ হয়ে যায়। এরপর ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গে কিমের প্রেম নিয়ে নানা মুখরোচক খবর শোনা যেত।

অভিনেত্রী কিম শর্মা

তবে এই প্রেমও বেশি দিন টেকেনি। এদিকে লিয়েন্ডার আর রিয়া পিল্লাইয়ের প্রেম একসময় দারুণ চর্চার বিষয় ছিল। রিয়া সঞ্জয় দত্তের সাবেক স্ত্রী ছিলেন। গুঞ্জন ছিল যে লিয়েন্ডার আর রিয়া ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত স্বামী-স্ত্রী হিসেবে থাকতেন। রিয়া লিয়েন্ডারের স্ত্রী হিসেবে নিজেকে দাবি করেছিলেন। তবে লিয়েন্ডার এই বিয়ের কথা পুরোপুরি অস্বীকার করেছিলেন।

টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ ও অভিনেত্রী কিম শর্মা

আর তাঁদের বিয়েকে ঘিরে জোরদার কোনো প্রমাণ ছিল না। এদিকে রিয়ার কোল আলো করে এসেছিল মেয়ে আয়না। মেয়ের জিম্মা কে পাবেন, তা নিয়ে লিয়ান্ডার আর রিয়ার মধ্যে দারুণ মনোমালিন্য হয়েছিল। এমনকি এই ঝামেলা আদালত পর্যন্ত গড়িয়েছিল। এখন কিম আর লিয়েন্ডার একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। এই জুটিকে তাঁদের ভক্তরা দারুণ পছন্দ করে। এখন সবাই তাঁদের চার হাত এক হওয়ার অপেক্ষায় আছে।