বিয়ে শেষ, এবার কাজ
ছয় বছর প্রেম করার পর ১৪ নভেম্বর ইতালির লেক কোমোর ভিল দ্য বালবিয়ানেলে রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের বিয়ে হয়েছে কনকানি রীতি মেনে। পরদিন সিন্ধি রীতিতে বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় এই তারকা জুটি। এর আগে ১৩ নভেম্বর ছিল দীপবীরের মেহেদি অনুষ্ঠান, রাতে হয় আংটিবদল। এরপর ১৮ নভেম্বর সকালে ইতালির মিলান থেকে মুম্বাই ফিরে আসেন নবদম্পতি রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন। গত মঙ্গলবার সকালে বর রণবীর সিংকে নিয়ে বেঙ্গালুরু যান দীপিকা পাড়ুকোন। সেখানে গত বুধবার সন্ধ্যায় দ্য লীলা প্যালেসে দীপিকার পরিবারের পক্ষ থেকে রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিয়ের এত এত আনন্দের মাঝে কাজের কথা ভুলে যাননি রণবীর সিং। গতকাল শুক্রবার মুম্বাই ফিরে আসেন তিনি। নতুন বউকে বাসায় রেখে ছুটে যান যশ রাজ স্টুডিওতে। ‘সিমবা’ ছবির শুটিং শেষ, এখন চলছে ডাবিং। নতুন বছর উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা অনেক আগে থেকেই করে রেখেছেন পরিচালক রোহিত শেঠি আর প্রযোজক করণ জোহর। আগামী ৩ ডিসেম্বর ছবিটির ট্রেলার মুক্তি পাচ্ছে। তাই দ্রুত কাজ শেষ করতে হবে।
‘সিমবা’ ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। তাঁর বিপরীতে দেখা যাবে সারা আলি খানকে। আরও অভিনয় করেছেন সোনু সুদ।
এবার জানা গেছে, বেঙ্গালুরুর পর রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের আরও তিনটি রিসেপশন অনুষ্ঠান হবে। এই তিনটি অনুষ্ঠানই হবে মুম্বাইয়ে। আজ শনিবার সন্ধ্যায় রিসেপশন পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছে এই দুই তারকার পরিবার আর আত্মীয়স্বজনকে। ২৮ নভেম্বর রিসেপশন অনুষ্ঠানে থাকবেন মিডিয়ার মানুষজন। আর শেষ রিসেপশন পার্টি হবে ১ ডিসেম্বর মুম্বাইয়ে দ্য গ্র্যান্ড হায়াতে। এখানে বলিউডের তারকা আর সহকর্মীদের আমন্ত্রণ জানাবেন দীপবীর।
এদিকে বেঙ্গালুরুতে রিসেপশন পার্টিতে আসা অতিথিদের কী ফিরতি উপহার দিয়েছেন দীপ-বীর? জানা গেছে, এই নতুন তারকা দম্পতি আমন্ত্রিত অতিথিদের ফিরতি উপহার হিসেবে দিয়েছেন একটা হাতে লেখা নোট আর সঙ্গে সিলভার প্লেটেড ফটো ফ্রেম। যে প্রতিষ্ঠান এই ফিরতি উপহার ডিজাইন করেছে, তারা উপহারের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছে, ‘সামান্যের মধ্যেই রয়েছে সৌন্দর্য, কিন্তু সেটাও খুব চ্যালেঞ্জিং। দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ের ফিরতি উপহার তৈরি করতে পেরে ভীষণ আনন্দিত।’