বাঘের সামনে রাভিনা

করোনার কারণে বলিউড তারকাদের অনেকেই এখন নিজেদের বাড়িতে স্বেচ্ছাবন্দী। কেউ কেউ আবার নিজের মতো করে বেরিয়ে পড়েছেন। যেমন রাভিনা টেন্ডন। এককালের জনপ্রিয় এই বলিউড তারকা মেয়ে রাশা ও স্বামী অনিল থাডানির সঙ্গে সম্প্রতি জঙ্গলভ্রমণে গিয়েছিলেন। মধ্যপ্রদেশের বান্ধবগড় জাতীয় উদ্যানে কাটে তাঁদের অবসর। জানা গেছে, ‘আরণ্যক’ নামের একটি ওয়েব সিরিজ দিয়ে ওটিটি দুনিয়ায় পা রাখছেন রাভিনা। এর আগে বাস্তব জীবনেও অরণ্যজীবনের স্বাদ পেলেন। সেখানে তোলা বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রাভিনা।
১ / ১৪
ইনস্টাগ্রামে নিজের এ ছবি শেয়ার করে রাভিনা লিখেছেন, ‘নিজের মনের চাওয়াকে মর্যাদা দিলেই সুখে থাকা যায়।’
২ / ১৪
ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে বান্ধবগড় জাতীয় উদ্যানে তাঁদের সময় কেটেছে দারুণ। সেখানে পেশাদার আলোকচিত্রীর মতোই ছবি তুলেছেন রাভিনা ও তাঁর মেয়ে।
৩ / ১৪
ছবি তুলছেন রাভিনা
৪ / ১৪
বান্ধবগড় জাতীয় উদ্যানে রাভিনাদের যে বাঘের সঙ্গে দেখা হয়েছিল, তার নাম ‘বজরঙ্গ’। বজরঙ্গের অনেক ছবি তুলেছে রাভিনা ও তাঁর পরিবার।
৫ / ১৪
বাঘ দর্শনের সৌভাগ্য থেকেও বঞ্চিত হয়নি এই তারকা পরিবার। রাভিনার ক্যামেরায় ধরা পড়েছে বেঙ্গল টাইগার।
৬ / ১৪
রাভিনা একটি পোস্টে ভারতের বিভিন্ন রাজ্যের সরকার ও প্রশাসনের কাছে অনুরোধ করেছেন, তারা যেন গাছ কাটা বন্ধ করে বনসংলগ্ন এলাকায় বন্য প্রাণীদের চলাচল আরও নিশ্চিত করে।
৭ / ১৪
বেশ কিছু ছবি একসঙ্গে দিয়ে রাভিনা লিখেছেন, ‘বন্য প্রাণীদের বাঁচানোর জন্য গাড়িচালকদের আরও সতর্ক হতে হবে।’
৮ / ১৪
গাড়ি থেকে নেমে পরিবারের সবাই এক ফ্রেমে বন্দী হয়েছেন।
৯ / ১৪
অনেক ছবি শেয়ার করেছেন। ছবিগুলোর ক্যাপশন পড়েই বোঝা যায়, বন ও বন্য প্রাণীদের প্রতি তাঁর সমবেদনা।
১০ / ১৪
ফটোগ্রাফি রাভিনার শখ। ছবি তোলায় বেশ সিদ্ধহস্তও। তাঁর তোলা বাঘের ছবিগুলোই প্রমাণ।
১১ / ১৪
মেয়ে রাশা ও স্বামী অনিল থাডানির সঙ্গে সম্প্রতি জঙ্গলভ্রমণে গিয়েছিলেন
১২ / ১৪
রাভিনার এ ছবিগুলো তুলেছেন তাঁর মেয়ে রশা থাডানি।
১৩ / ১৪
সামাজিক যোগাযোগমাধ্যমে রাভিনার তোলা ছবিগুলো বেশ প্রশংসিত হয়েছে।
১৪ / ১৪
রাভিনাকে সামনে দেখা যাবে ‘কেজিএফ: চ্যাপটার টু’তে। এ ছাড়া ‘আরণ্যক’ সিরিজ দিয়ে এই প্রথম ওটিটি দুনিয়ায় পা রাখছেন রাভিনা।