বাঘের সামনে রাভিনা
করোনার কারণে বলিউড তারকাদের অনেকেই এখন নিজেদের বাড়িতে স্বেচ্ছাবন্দী। কেউ কেউ আবার নিজের মতো করে বেরিয়ে পড়েছেন। যেমন রাভিনা টেন্ডন। এককালের জনপ্রিয় এই বলিউড তারকা মেয়ে রাশা ও স্বামী অনিল থাডানির সঙ্গে সম্প্রতি জঙ্গলভ্রমণে গিয়েছিলেন। মধ্যপ্রদেশের বান্ধবগড় জাতীয় উদ্যানে কাটে তাঁদের অবসর। জানা গেছে, ‘আরণ্যক’ নামের একটি ওয়েব সিরিজ দিয়ে ওটিটি দুনিয়ায় পা রাখছেন রাভিনা। এর আগে বাস্তব জীবনেও অরণ্যজীবনের স্বাদ পেলেন। সেখানে তোলা বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রাভিনা।
১ / ১৪
২ / ১৪
৩ / ১৪
৪ / ১৪
৫ / ১৪
৬ / ১৪
৭ / ১৪
৮ / ১৪
৯ / ১৪
১০ / ১৪
১১ / ১৪
১২ / ১৪
১৩ / ১৪
১৪ / ১৪