ফেসবুক রেখে গান শুনুন, ইয়োগা করুন

জ্যাকুলিন ফার্নান্দেজ
ইনস্টাগ্রাম থেকে

বলিউডের অনেক তারকাই এই মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিরক্ত। সোনম কাপুর, সোনাক্ষী সিনহা, আলিয়া ভাটদের পর এবার জ্যাকুলিন ফার্নান্দেজও নেট দুনিয়া থেকে পাচ্ছেন পচাগলা আবর্জনায় পরিপূর্ণ ডাস্টবিনের গন্ধ। অসহিষ্ণুতা, হিংসা আর ঘৃণা ছড়ানোর জন্য যাবজ্জীবন কারাদণ্ড দিতে চান ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও টিকটককে। তাঁর এখন মনে হয়েছে, এসব আবিষ্কারের আগে বিশ্ব অনেক সুন্দর ছিল। তাই ফেসবুক–ইনস্টাগ্রাম থেকে দূরে থাকতে নিজের ছেলেবেলায় ফিরে যেতে চান জ্যাকুলিন।

জ্যাকুলিন বলেছেন, ফেসবুকে না থেকে ওই সময়টা ইয়োগা করতে।
ইনস্টাগ্রাম থেকে

জীবনের সব নেতিবাচক দিককে ইতিবাচকভাবে দেখার চেষ্টা করেন জ্যাকুলিন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে যা শুরু হয়েছে, এখান থেকে আর কোনো ইতিবাচকতা নিতে পারছেন না তিনি। বললেন, নিপাট মূর্খের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার চলছে। ইতিমধ্যে অনলাইনের দুনিয়া বিষাক্ত ভাগাড়ে পরিণত হয়েছে। অবশ্য তিনি নিজে যে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার করেন না, মোটেও তা নয়। তিনি বলেন, ‘আমি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করি। সবার মধ্যে ইতিবাচকতা ছড়িয়ে দিই। কিন্তু বেশ কয়েক দিন ধরে আমি নেট দুনিয়ার সংস্পর্শ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছি। আমি ক্লান্ত হয়ে পড়েছি। তাই এসব থেকে অনেক অনেক দূরে চলে যেতে চাই। আমি যখন স্কুলে পড়তাম, তখন এসব কিছুই ছিল না। সেই সময়টায় ফিরতে চাই আমি।’

ছেলেবেলায় ফিরে যেতে চান জ্যাকুলিন
ইনস্টাগ্রাম থেকে

এখানেই শেষ করেননি জ্যাকুলিন। ভক্তদেরও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। বলেছেন, ফেসবুকে না থেকে ওই সময়টা ভালো গান শুনতে আর ইয়োগা করতে। নয়তো নতুন নানা কিছু শিখতে।

‘ফেসবুক রেখে গান শুনুন’, বললেন জ্যাকুলিন
ইনস্টাগ্রাম থেকে

বড় পর্দায় জ্যাকুলিনের শেষ ছবি ‘রেস থ্রি’। সালমান খানের উপস্থিতি সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। পরে নেটফ্লিক্সে তাঁকে দেখা যায় ড্রাইভ-এ। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বাঁধলেও দর্শক ফিরিয়ে দিয়েছে ছবিটি।