পুরুষ পেটাতে চান দিশা
দিশা পাটানির হয়েছে এক অদ্ভুত খায়েশ। মারপিট করার জন্য হাত নিশপিশ করছে তাঁর। আচ্ছামতো কিছু পুরুষকে পেটাতে চান তিনি। নায়িকা হয়ে পর্দায় পুতুপুতু প্রেম তাঁর আর ভালো লাগছে না। সম্প্রতি পরিচালকের কাছে নিজের এ খায়েশের কথা জানিয়েছেন এই উঠতি বলিউড তারকা।
সম্প্রতি মুক্তি পেয়েছে মোহিত সুরি পরিচালিত ও দিশা পাটানি অভিনীত ছবি ‘মালাং’। ছবিতে আরও অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর, কুনাল খেমু, অনিল কাপুর প্রমুখ। শিগগির এই পরিচালক আবার নির্মাণ করতে যাচ্ছেন ২০১৪ সালের ছবি ‘এক ভিলেন’-এর সিকুয়েল ‘এক ভিলেন টু’। সেই ছবিতে প্রধান পুরুষের চরিত্রে দেখা যাবে আদিত্য রায় কাপুর ও জন আব্রাহামকে। কিন্তু নায়িকা হবেন কে?
দিশা পাটানিকে নায়িকা হিসেবে নিয়েও নিতে পারেন মোহিত সুরি। কেননা নায়িকা হিসেবে নিজের আকাঙ্ক্ষার কথা তিনি ইতিমধ্যে জানিয়েছেন পরিচালককে। তাঁর অভিব্যক্তিতে ভীষণ মজা পেয়েছেন পরিচালক। মোহিত সুরি বলেন, ‘দিশাই প্রথম কোনো হিরোইন যে এসে আমাকে বলেছে যে, সে আরও বেশি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে চায়। সে বলেছে, “আমি পুরুষদের পিটিয়ে তুলোধুনো করে ফেলতে চাই, আরও স্ট্যান দৃশ্যে অভিনয় করতে চাই, আপনার ছবিতে যেভাবে পুরুষ অভিনয়শিল্পীরা করে। আমি হিরো হতে চাই।” আমি বলেছিলাম যে তুমি যদি “এক ভিলেন” ছবির সিকুয়েলে কাজ করতে চাও, চলে এসো। সে রাজি হয়েছে।’
‘এক ভিলেন টু’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জন আব্রাহাম ও আদিত্য। নিজেদের চরিত্রের গল্প শুনে পছন্দ করেছেন এ দুই বলিউড তারকা। ইতিমধ্যে এক সাক্ষাৎকারে বিষয়টি খোলাসা করেছেন মোহিত সুরি। জানিয়েছেন তাঁরা দুজনই ভিলেনের চরিত্রে অভিনয় করবেন। এখন শুধু বাকি নারী চরিত্রের শিল্পীরা। যে কাউকে নিতে পারেন তিনি, তেমনটিই জানিয়েছিলেন সেই সাক্ষাৎকারে। ছবিতে দুটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র আছে। প্রথম জন যদি হন দিশা, দ্বিতীয় জন কে? শিগগির সেটিও জানাবেন এই পরিচালক।
একতা কাপুর, ভুষন কাপুর এবং শোভা কাপুর মিলে নতুন এ ছবিটি প্রযোজনা করবেন। সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে পরিচালক মোহিত সুরি ছবির চিত্রনাট্য প্রসঙ্গে বলেছিলেন, ‘প্রযোজকেরা যেমনটি চাইবেন, ছবির চিত্রনাট্য সে রকমই হবে। আগের ছবিটা শতকোটির ওপরে ব্যবসা করেছিল। ফলে আমাদের ইচ্ছে একটু সময় নিয়েই চিত্রনাট্য লিখব। ইতিমধ্যে একটা খসড়া লিখে ফেলেছি, কিন্তু কয়েকটা জায়গা নিজেরই পছন্দ হচ্ছিল না। পরে আরেকটা লিখলাম, দেখে ভদ্রমহিলা বললেন, ভালো হয়নি।’
‘এক ভিলেন টু’ শুটিং ফ্লোরে যাচ্ছে শিগগির। মুক্তির তারিখ ধার্য করা হয়েছে আগামী বছরের ৮ জানুয়ারি। ২০১৬ সালে ‘বাঘি’ ও ‘এম এস ধোনি: অ্যান আনটোল্ড স্টোরি’ ছবিতে অভিনয় করে বলিউডে অভিষিক্ত হন দিশা। পরে ২০১৯ সালে সালমান খানের ‘ভারত’ ছবিতে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়ে যান তিনি। তারপর একের পর এক ছবি আর দারুণ সব চরিত্রে কাজের সুযোগ পেয়েই চলেছেন এই তরুণ তারকা। সূত্র: এনডিটিভি