২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

নতুন ছবি দিয়ে কাজল জানালেন, হানিমুনে যাচ্ছেন

মাগাধিরা সিনেমার হিরো নয়, ভিলেন নয়, নয় প্রেমিক বলিউডের পরিচালক রোহিত শেঠি বা কথিত প্রেমিক, দক্ষিণ ভারতীয় সুপারস্টার প্রভাস। তাঁরা কেউ নন কাজল আগারওয়ালের জীবনসঙ্গী। কাজলকে জয় করেছেন অনলাইন ইনটেরিয়র উদ্যোক্তা গৌতম কিসলু। আগের ঘোষণার তারিখেই মহা ধুমধামে বিয়ে সেরেছেন কাজল। এবার হানিমুনে উড়াল দেওয়ার পালা। ইনস্টাগ্রামের মাই ডে–তে পাসপোর্ট আর ব্যাগ দেখিয়ে এতক্ষণে সেখানে পৌঁছেও গেছেন হয়তো। তবে হানিমুনে কোথায় যাচ্ছেন, তা সফলভাবে গোপন রেখেছেন। দেখে নেওয়া যাক, কাজলের বিয়ের চমকপ্রদ আরও কিছু ছবি।
১ / ১৫
এক সপ্তাহব্যাপী ‘প্রি ওয়েডিং ফেস্টিভ্যাল’–এর পর মুম্বাইয়ের তাজ হোটেলে বিয়ে সেরেছেন ৩৫ বছর বয়সী কাজল আগারওয়াল ও ৩৮ বছর বয়সী ইনটেরিয়র ডিজাইনার গৌতম কিসলু।
ছবি:ইনস্টাগ্রাম
২ / ১৫
বড় পর্দার তারকা মানেই বিয়েতে বা বিয়ের যেকোনো অনুষ্ঠানে মনীষ মালহোত্রার পোশাক থাকবেই। এই লাল শাড়িটাও এই বিখ্যাত ভারতীয় ডিজাইনারের হাউসের। সঙ্গে স্লিভলেস লাল ব্লাউজ, লম্বা দুল, ছোট্ট একটা টিপ, লিপস্টিক আর নতুন বউয়ের সাজে যা অবশ্যই থাকে, হাতভর্তি লাল চুড়ি। ব্যস, আর কী লাগে!
ছবি:ইনস্টাগ্রাম
৩ / ১৫
হালকা আকাশি রঙের দেশি পাঞ্জাবিতে গৌতম আর হালকা গোলাপি রঙের সালোয়ার–কামিজ পরে বাড়ির ছাদে ছবি তুলতে ভোলেননি সদ্য বিবাহিত এই জুটি। সঙ্গে হাতভর্তি লাল চুড়ি তো ছিলই।
ছবি:ইনস্টাগ্রাম
৪ / ১৫
বিয়ের পর পার্টিতে ফাল্গুনী পিককের এই লেহেঙ্গা কাজলের ভক্তরা দারুণ পছন্দ করেছেন।
ছবি:ইনস্টাগ্রাম
৫ / ১৫
বিয়েতে কাজল পরেছিলেন অনামিকা খান্নার ডিজাইন করা এই বিশাল বহরের লাল, কমলা, মেরুন, নীল ফুলেল লেহেঙ্গাটি। অনামিকা খান্নার ডিজাইনে লেহেঙ্গাটি বানাতে সময় লেগেছে প্রায় ছয় মাস। বিয়েতে গৌতমের পরনে ছিল সাদার ওপর জরির নিখুঁত নকশার শেরওয়ানি।
ছবি:ইনস্টাগ্রাম
৬ / ১৫
বিয়ে, বিয়ের আগের ও পরের অনুষ্ঠান উপলক্ষে দেশের খ্যাতনামা সব ডিজাইন আর পোশাকের হাউস থেকে ৫০টির বেশি পোশাক অর্ডার করে বানিয়েছেন কাজল। কাজলের ইনস্টাগ্রামে গত ১০ দিনের যত ছবি দেখছেন, এক বছরের বেশি সময় ধরে অসংখ্য মিটিং এবং একেকটি থিমের ডিজাইনে পোশাকগুলো বানানো।
ছবি:ইনস্টাগ্রাম
৭ / ১৫
হানিমুনে কোথায় যাচ্ছেন, তা সফলভাবে গোপন রেখেছেন।
ছবি:ইনস্টাগ্রাম
৮ / ১৫
শুধু লাল শাড়িটা নয়, এই হলুদ শাড়িও মনীষ মালহোত্রার ডিজাইনে গড়া। জুন মাসের লকডাউনে যখন সব বন্ধ, তখন মনীষ মালহোত্রার দল এই শাড়িগুলো বানিয়েছে।
ছবি:ইনস্টাগ্রাম
৯ / ১৫
ছবি:ইনস্টাগ্রাম
১০ / ১৫
আগের ঘোষণার তারিখেই মহা ধুমধামে বিয়ে সেরেছেন কাজল
ছবি:ইনস্টাগ্রাম
১১ / ১৫
বিয়ে, বিয়ের আগের ও পরের অনুষ্ঠান উপলক্ষে দেশের খ্যাতনামা সব ডিজাইন আর পোশাকের হাউস থেকে ৫০টির বেশি পোশাক অর্ডার করে বানিয়েছেন কাজল
ছবি:ইনস্টাগ্রাম
১২ / ১৫
চুপি চুপি বছর দুয়েক প্রেম করেছেন এই জুটি।
১৩ / ১৫
বিয়ে, বিয়ের আগের ও পরের অনুষ্ঠান উপলক্ষে দেশের খ্যাতনামা সব ডিজাইন আর পোশাকের হাউস থেকে ৫০টির বেশি পোশাক অর্ডার করে বানিয়েছেন কাজল।
১৪ / ১৫
বিয়ের পর পার্টিতে ফাল্গুনী পিককের এই লেহেঙ্গা কাজলের ভক্তরা দারুণ পছন্দ করেছেন। এদিন গৌতমের পরনে ছিল কালো প্যান্ট সুট।
১৫ / ১৫
কাজলের ইনস্টাগ্রামে গত ১০ দিনের যত ছবি দেখছেন, এক বছরের বেশি সময় ধরে অসংখ্য মিটিং এবং একেকটি থিমের ডিজাইনে পোশাকগুলো বানানো।