দুই রণবীরকে নিয়ে বানী
‘বেল বটম’ ছবিকে ঘিরে নানাভাবে খবরে উঠে এসেছেন বলিউড অভিনেত্রী বানী কাপুর। অক্ষয় কুমার অভিনীত ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে। ‘বেল বটম’ ছবিতে বানীর চরিত্রটি নেহাতই ছোট। তবু তাঁর স্বল্প সময়ের উপস্থিতি সবার নজর কেড়েছে। এবার ‘শামসেরা’ ছবিটি নিয়ে আলোচনায় এই বলিউড অভিনেত্রী। ‘শামসেরা’ ছবিতে তাঁকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলেই ‘শামসেরা’ মুক্তি পাবে। ছবিতে করণ মালহোত্রার মতো পরিচালক আর রণবীর কাপুরের মতো অভিনেতার সঙ্গে কাজ করে দারুণ খুশি বানী।
ক্যারিয়ারের শুরুতেই ব্যর্থ হয়েছিলেন বানী। তবে গত কয়েক বছর একটু সুখের মুখ দেখছেন তিনি। তাঁর অভিনীত ‘ওয়ার’ ছবিটি বক্স অফিসে সফলতা পায়। আর ‘বেল বটম’ বেশ প্রশংসিত হয়েছে। ‘শামসেরা’ নিয়েও আশাবাদী বানী। করণ মালহোত্রা পরিচালিত সিনেমাটি হলে মুক্তির উপযুক্ত বলে মনে করেন তিনি। ছবি মুক্তি প্রসঙ্গে বানী বলেছেন, ‘পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হলেই সিনেমাটি মুক্তি পাবে।
থিয়েটারেই এর পুরোপুরি মজা নেওয়া যাবে। আমি ছবিটি দেখেছি, আর দারুণ লেগেছে। ছবিটি খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। এই ছবিতে আমি অভিনয় করেছি বলে বলছি না। রণবীর কাপুরের চরিত্রটা মানুষ উপভোগ করবে। তবে নির্মাতারা সঠিক সময়ের অপেক্ষায় আছেন। সিনেমা হল সম্পূর্ণভাবে খুললেই ছবিটি মুক্তি পাবে।’
করণ মালহোত্রার পরিচালনায় কাজ করে উচ্ছ্বসিত বানী। পরিচালকের ক্ষমতার প্রশংসা করে তিনি বলেন, ‘করণ পরিচালিত “অগ্নিপথ” সিনেমাটাও আমার দারুণ লেগেছিল। তিনি এমনভাবে ছবি নির্মাণ করেন, যা সব ধরনের দর্শক উপভোগ করেন।’
‘শামসেরা’ ছবিতে রণবীর কাপুরকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। প্রথমবার তিনি এক উগ্র ডাকাতের চরিত্রে অভিনয় করছেন। এর আগে বানী ‘বেফিকরে’ ছবিতে বলিউড নায়ক রণবীর সিংয়ের সঙ্গে কাজ করেছেন। এবার তিনি রণবীর কাপুরের সঙ্গে ‘শামসেরা’ ছবিতে অভিনয় করছেন। দুই রণবীরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে বানী বলেছেন, ‘তারা দুজনই চরিত্র অনুযায়ী নিজেদের রাঙিয়ে তোলে। আর তারা দুজনই স্ব স্ব ক্ষেত্রে দুর্দান্ত। তাই তাদের মধ্যে তুলনা টানা ঠিক নয়। দুজনই দুর্ধর্ষ অভিনেতা। আমি তাদের দুজনের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি তাদের কাজ গভীরভাবে পর্যবেক্ষণ করেছি আর অভিনেত্রী হিসেবে নিজেকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করেছি।’