মাদক কেলেঙ্কারি : দীপিকাদের ডিলিট করা তথ্য উদ্ধার করা হচ্ছে
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের কিনারা করতে গিয়ে বেরিয়ে এসেছে বলিউডের মাদক সংশ্লিষ্টতার নানা দিক। মুম্বাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবির) জেরার মুখে দীপিকা পাড়ুকোন, সারা আলী খান ও শ্রদ্ধা কাপুর মাদক-সংশ্লিষ্টতা ও সুশান্ত সিং রাজপুতের ব্যাপারে অনেক গোপন কথাই স্বীকার করেছেন। এই জেরার ফলস্বরূপ দীপিকা, সারা ও শ্রদ্ধার মুঠোফোন জব্দ করেছে এনসিবি। এবার বাজেয়াপ্ত করা সেই ফোনের ডিলিট করা তথ্য উদ্ধার করা হচ্ছে।
বলিউডের মাদক কেলেঙ্কারির সঙ্গে জড়িত ৮৫টি গ্যাজেট বাজেয়াপ্ত করেছিল এনসিবি। এবার সেই মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবলেট এবং পেনড্রাইভগুলো থেকে ডিলিট করা তথ্য উদ্ধারের কাজ চলছে। যদিও এই তারকারা প্রত্যেকেই এনসিবিতে আসার আগে আইটি বিভাগ ও আইনজীবীর সঙ্গে পরামর্শ করে গিয়েছিলেন। সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক চক্রবর্তীসহ দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সিংয়ের মতো বলিউড তারকাদের ফোনের সব তথ্য কপি করে ফেরত দেওয়া হয়। এখন সেগুলো বিশ্লেষণ করে মুছে ফেলা তথ্যগুলো উদ্ধার করার চেষ্টা চলছে।
ভারতের একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত গ্যাজেটগুলো গুজরাটে ডিরেক্টরেট অব ফরেনসিক সায়েন্সে পাঠানো হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা এখন ফোন, ল্যাপটপ ও পেনড্রাইভগুলো থেকে তথ্য বের করছেন। ইতিমধ্যেই ৩০টি ফোন থেকে উদ্ধার হওয়া তথ্য পৌঁছে গেছে এনসিবির ঠিকানায়।
মাদক কেলেঙ্কারির তালিকায় যে বলিউড তারকাদের নাম উঠেছে, তাঁরা প্রত্যেকেই এই অভিযোগ অস্বীকার করেছেন। বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী দাবি করেছিলেন, তাঁর প্রেমিক ও প্রয়াত অভিনেতা সুশান্ত নিয়মিত মাদক নিতেন। কিন্তু তিনি নিতেন না। একই সুর শোনা গেছে শ্রদ্ধা কাপুরের গলায়। এই বলিউড অভিনেত্রী এনসিবির কাছে জানান যে সুশান্ত নিয়মিত মাদক সেবন করতেন। কিন্তু শ্রদ্ধা কাপুর কখনো মাদক নেননি। সারা আলী খান জানিয়েছেন, তিনি সিগারেট খেয়েছেন মাত্র। মাদক নেননি। দীপিকা পাড়ুকোন জানিয়েছেন, তিনি সিনেমায় ছাড়া বাস্তবে কখনো সিগারেটও খাননি। এদিকে রাকুল জানিয়েছিলেন, তিনি বাড়িতে অন্যের জন্য মাদক রাখলেও নিজে কখনো চেখে দেখেননি।