তির চালানো শিখছেন প্রভাস

মহাকাব্যভিত্তিক থ্রিডি অ্যাকশন ছবি ‘আদিপুরুষ’ পরিচালনা করছেন ওম রাউত। ছবিতে প্রভাসকে রামের চরিত্রে দেখা যাবে। এই ছবির খলনায়কের চরিত্রে কে অভিনয় করবেন? ছবিতে প্রভাসের নায়িকা হচ্ছেন কে? এসব প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের জবাব দিয়েছেন খোদ ছবিটির পরিচালক।

‘বাহুবলি টু’ ছবিতে সহশিল্পীদের মাঝে প্রভাসফেসবুক
রামের পরই মহাকাব্যের গুরুত্বপূর্ণ দুই চরিত্র সীতা ও রাবণ। কিছুদিন আগে জানা গেল, ছবিটিতে বাহুবলী তারকা প্রভাসের নায়িকা হিসেবে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। কিন্তু এখন শোনা যাচ্ছে, সীতার চরিত্রে কোনো দক্ষিণি নায়িকাকে নেওয়ার সম্ভাবনা প্রবল।

প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ ছবির পোস্টার বেরিয়েছে। তারপর শুরু হয়েছে ছবিটি নিয়ে জল্পনা-কল্পনা। প্রভাসকে কোন চরিত্রে দেখা যাবে? এই ছবির খলনায়কের চরিত্রে কে অভিনয় করবেন? ছবিতে প্রভাসের নায়িকা হচ্ছেন কে? এসব প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের জবাব দিয়েছেন খোদ ছবিটির পরিচালক।

প্রভাস
ছবি: ফেসবুক থেকে নেওয়া

পৌরাণিক রাম চরিত্রে দেখা যাবে প্রভাসকে। মহাকাব্যভিত্তিক থ্রিডি অ্যাকশন ছবি ‘আদিপুরুষ’ পরিচালনা করছেন ওম রাউত। এর আগে তিনি পরিচালনা করেছিলেন অজয় দেবগন অভিনীত ‘তানহাজি: দ্য আনসাঙ ওয়ারিয়র’-এর মতো ছবি। তাই তাঁর কাছে সবার প্রত্যাশাও অনেক। ওম জানিয়েছেন, ‘আদিপুরুষ’ ছবিতে প্রভাসকে রামের চরিত্রে দেখা যাবে। তিনি মনে করেন, প্রভাস ছাড়া অন্য কেউ এই চরিত্রের জন্য উপযুক্ত নয়। ওম বলেন, এই মুহূর্তে দেশের বড় তারকাদের অন্যতম প্রভাস। রামের ব্যক্তিত্বের সঙ্গে প্রভাসকেই মানায়।

রামের পরেই মহাকাব্যের গুরুত্বপূর্ণ দুই চরিত্র সীতা ও রাবণ। কিছুদিন আগে জানা গেল, ছবিটিতে প্রভাসের নায়িকা হিসেবে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। কিন্তু এখন শোনা যাচ্ছে, সীতার চরিত্রে কোনো দক্ষিণী নায়িকাকে নেওয়ার সম্ভাবনা প্রবল। অভিনেত্রী কীর্তি সুরেশকে কিছুদিন আগে চিত্রনাট্য শোনানো হয়েছে। তবে কীর্তি এখনো সাড়া দেননি। ওম রাউতের ‘তানহাজি’ ছবিতে সাইফ আলী খানকে দেখা গিয়েছিল খলনায়কের চরিত্রে, যে চরিত্র বেশ সাড়া ফেলে। গুঞ্জন শোনা যাচ্ছে, রাবণের চরিত্রে দেখা যেতে পারে তাঁকেই।

প্রভাস
ইনস্টাগ্রাম

‘বাহুবলী’ ছবিতে প্রভাস ছিলেন যোদ্ধা। তবে ‘আদিপুরুষ’ ছবিতে তাঁর চরিত্রটি একটু আলাদা। সেখানে তির ছুড়তে দেখা যাবে প্রভাসকে। কেননা, চরিত্রের জন্য প্রস্তুতির অংশ হিসেবে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছেন। শারীরিক গড়নেও পরিবর্তন আনতে চেষ্টা করছেন। এ জন্য শরীরচর্চা ও ডায়েট মেনে চলছেন এই দক্ষিণি তারকা। শোনা যাচ্ছে, শিগগিরই তিরন্দাজির প্রশিক্ষণ নিতেও শুরু করবেন তিনি।

‘আদিপুরুষ’ তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম, হিন্দিসহ আরও কয়েকটি ভাষায় মুক্তি পাবে। ২০২১ সালে ছবির শুটিং শুরু হবে, ২০২২ সালে পাবে মুক্তি।