জন্মের ১০০ দিন পর প্রথমবার সন্তানকে কোলে নিলেন প্রিয়াঙ্কা

বাসায় এসেছে নিক জোনাস আর প্রিয়াঙ্কার আদরের মেয়ে মালতী মেরী চোপড়া জোনাস

গতকাল রোববার দুনিয়াজুড়ে ‘মা দিবস’ পালিত হয়েছে। বলিউডের তারকারাও ঘটা করে এই বিশেষ দিনটি পালন করেছেন। তবে বলিউড তথা হলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার জন্য দিনটি আরও বিশেষ হয়ে উঠেছে। কারণ, মা দিবসে তিনি তাঁর মেয়েকে প্রথম বুকে টেনে নিতে পেরেছেন।
গতকাল জোনাস পরিবারের জন্য অত্যন্ত বিশেষ দিন ছিল। হাসপাতালে ১০০ দিন কাটানোর পর নিজের বাসায় এসেছে নিক জোনাস আর প্রিয়াঙ্কার আদরের মেয়ে মালতী মেরী চোপড়া জোনাস। তাই এদিন সবচেয়ে খুদে সদস্যকে স্বাগত জানাতে সাজ সাজ রব পড়ে গিয়েছিল জোনাস পরিবারে। গতকাল গভীর রাতেই প্রিয়াঙ্কা আর নিক তাঁদের আদরের মেয়ের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

এই ছবিতে দেখা যাচ্ছে নিক আর প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা পরম স্নেহে বুকে আগলে রেখেছেন তাঁর মেয়েকে। এই ছবিতে স্পষ্ট যে সাবেক এই বিশ্বসুন্দরী মাতৃত্বের স্বাদ পুরোপুরি উপভোগ করছেন।

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা মেয়ে মালতী মেরীর সঙ্গে প্রথম ছবি শেয়ার করে লিখেছেন, ‘কয়েক মাস ধরে আমরা যেন রোলকোস্টারের মতো চাপান উতরের মধ্যে দিয়ে গিয়েছি। মা দিবসের দিন আমরা সেই সংগ্রামের দিনগুলোর কথা স্মরণ করছিলাম। আমার মনে হয় শুধু আমরা নয়, এই অভিজ্ঞতা অনেকের জীবনে ঘটেছে। এনআইসিইউতে ১০০ দিনের বেশি কাটানোর পর আমাদের ছোট্ট পরি অবশেষে নিজের বাড়িতে এসেছে।’

তিনি আরও লিখেছেন, ‘প্রতিটি পরিবারের ভ্রমণ আলাদা হয়। আর নিজের এই ভ্রমণের প্রতি সম্পূর্ণ আস্থা রাখা প্রয়োজন। আমাদের জন্য গত কয়েক মাস অনেক প্রতিবন্ধকতাপূর্ণ ছিল। পেছনের দিকে তাকালে এটা স্পষ্ট হয় যে প্রতিটি মুহূর্ত কতটা মূল্যবান আর নিখুঁত।

আমরা অত্যন্ত খুশি যে আমাদের খুদেটা বাড়িতে এসে গেছে। আমরা লস অ্যাঞ্জেলেস র‍্যাডি চিলড্রেনস লা জোলা আর সিডার সিনাই হাসপাতালের প্রত্যেক চিকিৎসক আর নার্সদের বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, তাঁরা নিঃস্বার্থভাবে প্রতিটা পদক্ষেপে আমাদের সঙ্গ দিয়েছেন। আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। মা আর বাবা তোমায় খুব ভালোবাসে।’

নিক– প্রিয়াঙ্কা