চোখে কাপড় বেঁধে সোনুর ছবি আঁকলেন এক ভক্ত
পর্দায় খলনায়কের ভূমিকায় বেশি দেখা যায় বলিউড অভিনেতা সোনু সুদকে। তবে বাস্তব জীবনে তাঁকে আসল হিরোর আসনে বসিয়েছেন হাজার হাজার অনুরাগী। অনেকের চোখে আবার তিনি সুপারম্যান। দেশে-বিদেশে ছড়িয়ে আছেন সোনুর অসংখ্য অনুরাগী। আর হরহামেশাই তাঁদের অদ্ভুত কাণ্ডকারখানার কথা শোনা যায়। ঘণ্টার পর ঘণ্টা ধরে পায়ে হেঁটে সোনুর দেখা পাওয়ার আশায় মুম্বাই ছুটে আসার কাহিনি শোনা গিয়েছিল। আবার এক বৃদ্ধ মাইলের পর মাইল সাইকেল চালিয়ে সুদূর দক্ষিণ থেকে মুম্বাই এসেছিলেন এই বলিউড তারকাকে একবার চোখের দেখা দেখতে। এবার এক অনুরাগী তার দূরন্ত প্রতিভা দেখিয়ে সোনুর হৃদয়ে জায়গা করে নিলেন।
করোনাকাল থেকে অসহায়, দুস্থ মানুষদের পাশে সময়ে অসময়ে দাঁড়িয়েছেন সোনু। প্রয়োজনে রাতে বিরেতে ছুটে গিয়েছেন তিনি।
এখনো একইরকমভাবে নানা সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন এই বলিউড অভিনেতা। আর তাই তাঁকে তাঁর ভক্তরা অন্ধের মতো ভালোবাসে। সম্প্রতি এক ভক্ত অদ্ভুত এক কাজ করে সোনুর প্রতি তার অগাধ ভালোবাসার কথা জাহির করলেন। সোনুর এই ভক্তের নাম আজমের আলম। বিহারে থাকে তাঁর এই ভক্ত। আজমের নিজের হাতে সোনুর এক ছবি এঁকেছেন। তবে এই তরুণ যেভাবে ছবিটি এঁকেছেন তা দেখে সবাই অবাক হয়ে গেছে।
নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও-তে দেখা যাচ্ছে আজমের আলম অভিনেতা সোনুর পোর্ট্রেট আঁকার আগে তাঁর দুই চোখের ওপর নুনের পুরু আস্তরণ দিয়েছেন। তারপর চোখের ওপর কাপড় বেঁধেছেন। এরপর এই তরুণ চোখে কাপড় বাঁধা অবস্থায় সোনুর ছবি এঁকে ফেলেন। ভিডিওতে দেখা যাচ্ছে আজমেরের এই দূরন্ত প্রতিভা দেখতে সেদিন অনেক মানুষ জমা হয়েছিল।
আজমেরের ইচ্ছা যে এই চিত্রটা তিনি নিজে সোনুর হাতে উপহার হিসেবে তুলে দেবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বলিউড তারকা অজমের প্রতিভা দেখে রীতিমতো হতবাক। এই ভিডিওটি সোনু নিজে শেয়ার করে লিখেছেন, অবাক করার মতো ছেলে ভাই।
সোনুকে শেষ পর্দায় দেখা গেছে ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিতে। চন্দ্রপ্রকাশ দ্বিবেদি পরিচালিত এ ছবিতে ছিলেন অক্ষয় কুমার আর মানুষি ছিল্লার।