কল সেন্টার থেকে বলিউডের নাম্বার ওয়ান আইটেম গার্ল

বাড়ি ফিরে সেদিন খুব কান্নাকাটি করেছিলেন তিনি। কেননা স্কুলজীবনে তাঁর নাচ দেখে খুব হাসাহাসি করেছিল সহপাঠীরা। পরদিন নোরা ফাতেহি ঘুম থেকে উঠে মাকে বললেন, নাচ শিখতে চান তিনি। মরক্কোর রক্ষণশীল পরিবারের সন্তান নোরা পরিবার থেকে নাচ শেখার অনুমতি পাননি। নাচ শেখার অনুমতি না পেলেও শেষমেশ জেদের জয় হয়েছিল। ঘরের দরজা বন্ধ করে ইউটিউব দেখে নাচ শিখতে শুরু করেন নোরা। সে সময়ই নোরার হৃদয়ে জায়গা করে নিল ‘বলিউডি নাচ’। ঠিক করলেন, বলিউডই হবে তাঁর গন্তব্য। ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার মাধ্যমে তাঁর বলিউডে অভিষেক। তবে তিনি সর্বাধিক জনপ্রিয়তা পান সুপারহিট কিছু আইটেম গানে নেচে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিত্যনতুন ছবি শেয়ার করে দুই কোটির বেশি অনুসারীদের ব্যস্ত রাখেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একেকটি ছবিতেও লাইক পড়ে লাখ লাখ। আজ এই তারকার জন্মদিন। জন্মদিনে দেখুন ইনস্টাগ্রামে শেয়ার করা নোরার নানা সময়ের ছবি।
১ / ১৬
মরোক্কান মা–বাবার ঘরে ১৯৯২ সালের ৬ ফেব্রুয়ারি কানাডায় নোরার জন্ম। বেড়ে ওঠা কানাডায়। আর ক্যারিয়ার ভারতে। তাই ভারতীয়-আরব-কানাডিয়ান সংস্কৃতির মিশেলে তাঁর নাচের ভঙ্গিমা অন্য সবার চেয়ে আলাদা
ছবি: ইনস্টাগ্রাম
২ / ১৬
ভারতে গিয়ে প্রথম দুই বছর নোরা কেবল বিজ্ঞাপন করেছেন, কিন্তু কোনো টাকা পাননি। সিনেমায় একটা চরিত্র পেতে সময় লেগে গেছে দুই বছর। সব নেতিবাচকতা, ব্যর্থতা, ঝুড়িভর্তি ‘না’ ঠেলে সরিয়ে সফলতার দেখা পেতে সময় লেগে যায় আরও চার বছর
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ১৬
তাঁর নাচের ঝুলিতে রয়েছে বলিউডের অন্যতম জনপ্রিয় আইটেম সং ‘সাকি সাকি’, ‘দিলবার দিলবার’, ‘কামারিয়া’সহ একাধিক গান। বলা হয়, তিনিই বলিউডের নাম্বার ওয়ান আইটেম গার্ল
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ১৬
রুপালি পর্দার বাইরে ইনস্টাগ্রামেও দারুণ সক্রিয় নোরা ফাতেহি। বিভিন্ন ফটোশুট প্রায়ই শেয়ার করেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ১৬
কলেজ শেষ করে যুক্তরাষ্ট্রের বিখ্যাত নাচের স্কুল থেকে ডাক পেলেন। কিন্তু বাদ সাধল পরিবার। অনুমতি পেলেন না। আর এমন সময় মারা গেলেন নোরার বাবা। বাবার মৃত্যুর পর ১৮ বছরের নোরা নিজের কাঁধে তুলে নিলেন পরিবারের দায়িত্ব। কাজ শুরু করলেন। সকাল থেকে বেলা একটা পর্যন্ত রেস্তোরাঁয় খাবার পরিবেশন করতেন। সন্ধ্যায় কাজ করতেন কল সেন্টারে
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ১৬
অভিনয়ের পাশাপাশি নোরা বেশ কিছু মিউজিক ভিডিওতে মুগ্ধ করেছেন দর্শকদের। অনেকে তাঁকে বলিউডের সমকালীন শ্রেষ্ঠ আইটেম ডান্সার হিসেবে মন্তব্য করেন
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ১৬
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, তাঁর এই সাফল্য সহজে আসেনি। বহু পরিশ্রমের পর বলিউডে পায়ের তলার মাটি শক্ত হয়েছে। তিনি নিজেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘মাত্র পাঁচ হাজার টাকা পকেটে নিয়ে ভারতে এসেছিলাম। একের পর এক অডিশন দিয়েছি, রিয়েলিটি শোয়েও অংশ নিয়েছি অনেক কষ্টের বিনিময়ে। অবশেষে মিউজিক ভিডিওতে সুযোগ পাই’
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ১৬
কল সেন্টারে কাজ করার ফাঁকে ভারতের বিভিন্ন মডেলিং এজেন্সিতে নাচের ভিডিও পাঠিয়ে লিখতেন কাজের ইচ্ছার কথা। একদিন একটা মেইলের জবাব আসে। ২০১২ সালে লাগেজ গুছিয়ে গুটিয়ে কানাডা থেকে ভারতের মুম্বাইয়ে চলে যান নোরা
ছবি: ইনস্টাগ্রাম
৯ / ১৬
এক সাক্ষাৎকারে বলিউড তারকা কারিনা বলেন, নোরার নাচ দেখে তিনি বুঝে উঠতেই পারেন না, মেয়েটা কীভাবে এত সুন্দর নাচে! কারিনা আরও বলেন, তিনি আর তাঁর স্বামী সাইফ আলী খান দুজনই নোরার ভক্ত
ছবি: ইনস্টাগ্রাম
১০ / ১৬
‘স্ট্রিট ডান্সার থ্রিডি’ ছবিতে নোরা সবার নজর কেড়েছিলেন। এই ছবিতে বরুণ ধাওয়ান এবং শ্রদ্ধা কাপুরের মতো সহশিল্পীকে রীতিমতো টক্কর দিয়েছিলেন তিনি। শুধু পর্দায়ই নয়, মঞ্চেও তিনি পারফরমার হিসেবে ঝড় তোলেন
ছবি: ইনস্টাগ্রাম
১১ / ১৬
আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’ ইত্যাদি উল্লেখযোগ্য
ছবি: ইনস্টাগ্রাম
১২ / ১৬
হিন্দির পাশাপাশি দক্ষিণী ছবিতেও নোরা সমান দক্ষ। তেলুগু, মালয়ালম এবং তামিল ছবিতেও তাঁর সরব উপস্থিতি নজর কাড়ে
ছবি: ইনস্টাগ্রাম
১৩ / ১৬
এক কোটি ফলোয়ারের মাইলফলক (ইনস্টাগ্রামে ১ কোটি ৭৭ লাখ) পেরোনো মরক্কোর প্রথম আর একমাত্র তারকা নোরা। নোরার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানেও সাবস্ক্রাইবার ২২ লাখের বেশি
ছবি: ইনস্টাগ্রাম
১৪ / ১৬
নিজের ইউটিউব চ্যানেলে নানা কমেডি ভিডিও প্রকাশ করেন নোরা। নোরার ভাষায়, ‘আমার কমেডি সেন্স দুর্দান্ত। কিন্তু লোকে এখনো সেটা বুঝে উঠতে পারেনি।’
ছবি: ইনস্টাগ্রাম
১৫ / ১৬
বিভিন্ন সাক্ষাৎকারে তিনি নিজেকে ‘হৃদয়ে ভারতীয়’ বলে অভিহিত করে থাকেন
১৬ / ১৬
সিনেমার বাইরে ২০১৫ সালে সালমান খানের ‘বিগ বস’-এর প্রতিযোগী ছিলেন নোরা ফাতেহি। এ ছাড়া ২০১৬ সালে নাচবিষয়ক রিয়েলিটি শো ‘ঝলক দিক লা যা’-তেও অংশ নিয়েছিলেন নোরা
ছবি: ইনস্টাগ্রাম