কঠিন সময় পার করেছেন কৃতি
কঠিন সময় যাচ্ছে বলিউড অভিনেত্রী কৃতি খরবান্দার। গত বছর লকডাউনের পর কাজে ফিরেছিলেন তিনি। আবার ম্যালেরিয়ায় আক্রান্ত হন গত বছরের শেষ দিকে। চিকিৎসার পর এখন তিনি সুস্থ। সম্প্রতি কাজে ফিরেছেন কৃতি। একদিকে করোনা, অন্যদিকে অসুস্থতা। কঠিন সময় কেটেছে শাদি মে জরুর আনা ছবির এই অভিনেত্রীর। সম্প্রতি কঠিন দিনগুলো কথা ভাগাভাগি করেছেন তিনি।
কৃতি বলেন, ‘২০২০ সালের মতো একটি ভয়াবহ বছর পেরিয়ে এখন আমি মনে করি, যেকোনো চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত। এ রকম পরিস্থিতি আপনি সামলে নিয়েছেন মানেই, আপনি যেকোনো কিছু সামলে নিতে পারবেন।’
ভারতীয় এক সংবাদমাধ্যমকে এসব অনুভূতি জানিয়ে কৃতি বলেন, ‘আমরা যখন ২০২১ সালে পা রাখলাম, বুঝতে পারলাম, বছরটি হবে একদম অপ্রত্যাশিত। আমি সব সময় পরিকল্পনা করে সব কাজ করি। আমি শিডিউল করে নিই, কখন কাজ করব, কখন করব না। যা–ই হোক, এখন আমি আসলে পুরোপুরি পরিকল্পনাহীন একটি সময়ের মুখোমুখি। আমি জানি না, কখন দেশ স্বাভাবিক হবে, এমনকি কবে বিশ্ব স্বাভাবিক হবে। আমি কখনো ভাবিনি, এমন একটা সময়ের সাক্ষী হব! বর্তমান পরিস্থিতি আমাদের বাস্তবতা কী তা দেখিয়ে দিল।’
এ বছর দুটি ছবি আছে কৃতির ঝুলিতে। দুটিরই কাজ শেষ। হিন্দি ছবির পাশাপাশি দক্ষিণ ভারতীয় ছবিতেও নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী। তবে কাজের চেয়ে এই সময়ে তিনি বেশি ভাবছেন করোনা পরিস্থিতি নিয়ে। কথা বলেছেন মানসিক স্বাস্থ্য নিয়েও। কৃতি বলেন, মহামারি মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর। বিশেষ করে, সবার ভবিষ্যৎ একদম অপরিষ্কার।
মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়ে সুনাম কুড়িয়েছেন কৃতি। বলিউডে পা রাখতেই অসাধারণ অভিনয়ের জন্য ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারে সমালোচকদের কাছ থেকে এবং ফিল্মফেয়ারে পেয়েছিলেন সেরা অভিনেত্রীর পুরস্কার। হাউসফুল ফোর ও পাগলপান্তি ছবি দুটিতে দেখা গিয়েছিল তাঁকে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া