এবার পুরীতে ফেলুদা

ফের পর্দায় আসছে ফেলুদা
সংগৃহীত

সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ফেলুদা কার না পছন্দ। ফের পর্দায় আসছে ফেলুদা। আনছেন সত্যিজৎ পুত্র সন্দীপ রায়। এবার এবার খুন আর তদন্তের প্রেক্ষাপট পুরী। সত্যজিৎ রায়ের লেখা ‘হত্যাপুরী’র ওপরেই সিনেমা তৈরি করছেন তাঁর ছেলে। মে মাসের শেষ থেকে শুটিং শুরুর কথা আছে।

ফেলুদা-তোপসে আর লালমোহন গাঙ্গুলীকে আবার দেখা যাবে পর্দায়। তবে নতুন ফেলুদা আসার খবর সামনে আসার পর থেকেই সবার মনে একটাই প্রশ্ন, এবার কে হচ্ছেন ফেলুদা? ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, নতুন ফেলুদা পাচ্ছেন দর্শক। শোনা যাচ্ছে, সন্দীপের হত্যাপুরী দিয়েই আসবে নতুন ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্ত। যাঁকে এর আগে বাঙালি দর্শক দেখেছেন কিরিটি রায়ের চরিত্রে। এরই মধ্যে চরিত্রটির জন্য প্রস্তুতিও নিতে শুরু করেছেন ইন্দ্রনীল।

সন্দীপের হত্যাপুরী দিয়েই আসবে নতুন ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্ত
প্রথম আলো

গল্পে দেখা যাবে, ওড়িশার পুরীতে ছুটি কাটাতে গিয়ে তদন্তে জড়িয়ে পড়বেন ফেলুদা। সমুদ্রের ধারে বালুতে পাওয়া যাবে মৃতদেহ। আর সেই সূত্র ধরেই আসবে একর পর এক রহস্য। প্রাচীন একটি পুঁথিকে ঘিরে জমজমাট হয়ে যাবে সেই খুনের মামলা।