এবার ইউক্রেনে আটক ভারতীয় ছাত্রদের পাশে

এবার ইউক্রেনে আটক ভারতীয় ছাত্রদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিলেন সোনু

আবার পরিত্রাতার ভূমিকায় বলিউড তারকা সোনু সুদ। এর আগে করোনাকালে অসহায়, দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এই বলিউড অভিনেতা। পরিযায়ী শ্রমিকদের বাসায় পৌঁছে দিতে তাঁর প্রশংসনীয় ভূমিকা ছিল। এবার ইউক্রেনে আটক ভারতীয় ছাত্রদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিলেন সোনু।
ইউক্রেনে রাশিয়ার হামলার এক সপ্তাহ পার হয়েছে। যুদ্ধ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মানবিক সংকট। ইউক্রেনে আটক ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে ভারত সরকার। এমন পরিস্থিতিতে আবার সক্রিয় হয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। তিনিও এগিয়ে এলেন ইউক্রেনে আটক ভারতীয় ছাত্রদের উদ্ধারের জন্য। করোনার সময় সোনু সাধারণ মানুষের কাছে ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।

সোনু সুদ
ছবি: ইনস্টাগ্রাম

এবার তিনি ইউক্রেনের ভারতীয় ছাত্রদের কাছে সেই ভূমিকায়। সোনু তাঁর এই অভিযানের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। সোনুর সাহায্যে ইউক্রেনের মাটি থেকে ছাত্রদের দেশে ফেরার কথা এক ব্যক্তি টুইটারে এক ভিডিওর মাধ্যমে জানিয়েছেন।
সেই ব্যক্তির টুইটের জবাবে সোনু লিখেছেন, ‘এটা আমার কাজ। আর আমি অত্যন্ত খুশি যে সামান্য কিছু করতে আমি সক্ষম ছিলাম। ভারত সরকারের সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ জানাতে চাই। জয় হিন্দ।’

করোনাকালে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সোনু সুদ

এই বলিউড অভিনেতা আরেকটি টুইটে লিখেছেন, ‘ইউক্রেনে আমাদের ছাত্রদের জন্য সবচেয়ে কঠিন সময় এখন। আর সম্ভবত এটা আমার সবচেয়ে মুশকিল কাজ। সৌভাগ্যক্রমে আমরা কিছু ছাত্রকে সীমানা পার করিয়ে সুরক্ষিত স্থানে নিয়ে আসতে সফল হয়েছি। আসুন এ প্রয়াস যেন থেমে না যায়। তাঁদের আমাদের সাহায্যের প্রয়োজন আছে। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।’ সোনু তাঁর এই টুইটের সঙ্গে রোমানিয়া ও পোল্যান্ডের দূতাবাসকে ট্যাগ করেছেন। নেট সাম্রাজ্যে হু হু করে ছড়িয়ে পড়ছে সোনুর এই টুইট। সবাই তাঁর এই অভিযানকে কুর্নিশ জানাচ্ছেন।

সোনু সুদ