এগিয়ে চলছে 'সিম্বা'

সারা আলী খান ও রণবীর সিং
সারা আলী খান ও রণবীর সিং

তিন খান গত বছর হতাশ করেছেন বলিউড ভক্তদের। তাই সবার ধারণা, বছরের শেষ ছবি সিম্বা দিয়ে সেই হতাশা কাটাবেন রণবীর সিং। সেটি পূরণ করতে চলেছে সিনেমাটি। এরই মধ্যে ভারত ও ভারতের বাইরের আয় দিয়ে ছবিটি তুলে ফেলেছে ১০০ কোটি রুপির ওপরে। যদিও রণবীরের অভিনয়কে অতিরঞ্জিত বলেছেন কেউ কেউ।

এ বছর সালমান খান অভিনীত রেস থ্রি হতাশ করেছে ভক্তদের। প্রথমবারের মতো আমির খান ও অমিতাভ বচ্চন অভিনীত ছবি থাগস অব হিন্দোস্থান। আশা ছিল, অন্তত এই সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলবে। কিন্তু দুই মহাতারকার ছবি মুখ থুবড়ে পড়ল। বাকি থাকলেন শাহরুখ খান। কয়েক বছর থেকেই খুব একটা ছন্দে নেই কিং খান। এবার ব্যতিক্রমী বামন চরিত্র দিয়ে নিজেকে ফেরানোর চেষ্টা করেছিলেন তিনি। ছবিটির পরিচালক ছিলেন আনন্দ এল রাই। ‘তানু ওয়েডস মানু’র মতো জনপ্রিয় ছবি তিনি বানিয়েছেন। ছবিটিতে ছিলেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মার মতো অভিনেত্রীও। তবু ঘুরে দাঁড়াতে পারলেন না শাহরুখ।

তাই বছরের শেষ দিকে বলিউড ভক্তদের নজর পড়ে ‘সিম্বা’র ওপর। সিনেমাতে বেশ কয়েকটি আকর্ষণ আছে। প্রথমবারের মতো একসঙ্গে জুটি হলেন জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠি ও রণবীর সিং। রণবীর দীর্ঘদিনের প্রেমিকা দীপিকা পাড়ুকোনকে বিয়ে করে এমনিতেই আলোচনার তুঙ্গে। তা ছাড়া বছরের প্রথম দিকে ‘পদ্মাবত’ সিনেমায় আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। ছবিটিতে আছে সাইফ আলী খানের মেয়ে সারা আলী খানও। সবকিছু মিলিয়ে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল আকাশচুম্বী। সেই আগ্রহ ধীরে ধীরে মেটাচ্ছে ছবিটি। শুধু ভারতেই ছবিটি আয় করেছে ৭৫ কোটি রুপি। গত শুক্রবার ছবিটি মুক্তি পায়। রোববার পর্যন্ত এ হিসাব দিয়েছেন ভারতের বক্স অফিস বিশ্লেষকেরা। অন্যদিকে যুক্তরাষ্ট্র, কানাডাসহ অন্যান্য দেশ মিলিয়ে আয় হয়েছে ২৯ কোটি রুপি। সব মিলিয়ে ছবিটি আয় করেছে ১০০ কোটি রুপির ওপরে। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, অল্প কদিনের মধ্যেই ছবিটি শুধু ভারতের আয় দিয়েই ঢুকে যাবে ১০০ কোটি ক্লাবের মধ্যে।

এ ছাড়া নতুন বছরে রণবীর কাজ করবেন বেশ কয়েকটি ছবিতে। এর মধ্যে জোয়া আখতারের গলি বয় ও কবির খানের ৮৩ অন্যতম। হিন্দুস্তান টাইমস