‘আমার বিয়ে নিয়ে মানুষের ঘুম নেই’

সোনাক্ষী সিনহা
ইনস্টাগ্রাম

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই খবরে ভেসে বেড়ান বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। নেট দুনিয়ায় তাঁর বিয়েকে ঘিরে নানা মুখরোচক খবর দেখা যায়। বিয়ের প্রশ্ন তাঁকে রীতিমতো ক্লান্ত করে ফেলে। শুরুতে এসব পাত্তা না দিলেও আর এসব মোটেও পছন্দ করেন না শত্রুঘ্ন সিনহা কন্যা সোনাক্ষী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বলিউড নায়িকা নিজের বিয়ে নিয়ে কথা বলেছেন।
সোনাক্ষী এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি সব সময় চেয়ে এসেছি যে আমার কাজ নিয়ে সবাই কথাবার্তা বলুক। কিন্তু মানুষের সে বিষয়ে আগ্রহ কম। তারা জানতে বেশি আগ্রহী যে আমার ব্যক্তিগত জীবনে কি চলছে। আর সেসব নিয়ে নানা মনগড়া কাহিনি বানাতে সবাই যেন ওস্তাদ!’

এই তারকা কন্যা আরও বলেছেন, ‘যতক্ষণ না আমি নিজে চাইব আমার ব্যক্তিগত জীবনের কথা কাউকে বলতে, ততক্ষণ পর্যন্ত কেউ এ ব্যাপারে জানতে পারবে না। আমি মানুষটা এ রকমই। আর আমার এই আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখতে পাবেন। সোশাল মিডিয়ায় আমি সেটাই পোস্ট করি, যা আমি শেয়ার করতে চাই। এছাড়া আর কিছু পাবেন না।’

সোনাক্ষী সিনহা
ইনস্টাগ্রাম

নিজের বিয়ে নিয়ে নানা গুজব প্রসঙ্গে সোনাক্ষী বলেছেন, ‘বিয়ে নিয়ে আমাকে প্রায়শই গণমাধ্যম আর সাধারণ মানুষের নানান প্রশ্নের মুখোমুখি হতে হয়। আমার বাবা-মার থেকে তারাই বেশি প্রশ্ন করে। মনে হয় যেন আমার বিয়ে নিয়ে আমার খবর নেই, মানুষের ঘুম নেই। আমার বিয়েকে ঘিরে আমার অভিভাবকদের থেকে তারা যেন বেশি চিন্তিত।’

সোনাক্ষী সিনহা
ইনস্টাগ্রাম

বেশ কিছু দিন ধরে নেট পাড়ার অলিতে-গলিতে সোনাক্ষী আর অভিনেতা জাহির ইকবালের রোমান্সের খবর শোনা যাচ্ছে। তাঁদের একসঙ্গে একাধিক বার দেখা গেছে। বিভিন্ন পোস্টের মাধ্যমে আকারে ইঙ্গিতে তাঁরা বুঝিয়েছেন যে তাঁদের সম্পর্ক নিখাদ বন্ধুত্বের নয়। সোনাক্ষী আর জাহীর একসঙ্গে ‘ডবল এক্সএল’ ছবিতে আসতে চলেছেন।

সোনাক্ষী সিনহা
ইনস্টাগ্রাম

এই ছবির অন্য মূল চরিত্রে বলিউড অভিনেত্রী হুমা কুরেশিকে দেখা যাবে। ‘দহাড়’ ওয়েবসিরিজের মাধ্যমে সোনাক্ষীর ওটিটি-তে অভিষেক হতে চলেছে। ভৌতিক-হাসির ছবি ‘কাকুড’-তে আছেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। জাহীর ফিল্মি ক্যারিয়ার শুরু করেছিলেন সালমান খান প্রযোজিত ‘নোটবুক’ ছবির মাধ্যমে।