অক্সিজেন সাপোর্টে দিলীপ কুমার, অবস্থা স্থিতিশীল
বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এখন তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। সোমবার সকালে বলিউডের এই প্রবীণ অভিনেতার পরিবারের পক্ষ থেকে প্রথম আলোর মুম্বাই প্রতিনিধিকে এ তথ্য দেওয়া হয়েছে।
রোববার সকাল সাড়ে আটটা নাগাদ দিলীপ কুমারকে মুম্বাইয়ের খারের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারকার টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইটের মাধ্যমে জানানো হয়, ‘দিলীপ সাহেবকে রুটিন পরীক্ষার জন্য নন-কোভিড পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওনার শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছিল। চিকিৎসক নিতীন গোখলের তত্ত্বাবধানে এক টিম তাঁর দেখাশোনা করছে। সাহেবের জন্য অনুগ্রহ করে প্রার্থনা করুন। নিরাপদে থাকুন।’
দিলীপ কুমারের পারিবারিক বন্ধু বাসির প্রথম আলোকে বলেন, ‘ওনার ফুসফুসে একটু পানি জমা হয়েছিল। তাই শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। গতকাল অক্সিজেন লেবেল ওঠানামা করলেও আজ অনেকটাই স্থিতিশীল। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। তবে ভেন্টিলেটরে নেওয়া হয়নি।
আপাতত অক্সিজেন সাপোর্টে আছেন। আর করোনা পরীক্ষার প্রয়োজন হয়নি।’ তিনি আরও বলেন, ‘চিকিৎসকের কথামতো দু-তিন দিন পর সাহেবকে (দিলীপ কুমার) ডিসচার্জ করা হবে। আজ ২৪ ঘণ্টা পার হয়ে গেছে। তাই দ্রুত সুস্থতার অপেক্ষায় আছি। তবে চিকিৎসকের মতে, ওনার বয়সটাই একমাত্র চিন্তার কারণ। সায়রা ওনার সঙ্গে আছেন।’
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দিলীপ কুমারের মৃত্যুর গুজব ছড়িয়েছিল। তাঁর স্ত্রী সায়রা বানু এক পোস্টে এসব গুজব থেকে দূরে থাকার অনুরোধ করেছেন। তিনি পোস্টে লিখেছিলেন, ‘সোশ্যাল মিডিয়ার ফরোয়ার্ড করা মেসেজ বিশ্বাস করবেন না। সাহেবের অবস্থা স্থিতিশীল। আপনাদের আন্তরিক প্রার্থনার জন্য ধন্যবাদ। চিকিৎসকদের মতে, দু-তিন দিনের মধ্যে উনি ঘরে ফিরে আসবেন। ইনশা আল্লাহ।’
দিলীপ কুমারের শারীরিক অবস্থার অবনতির খবর শুনে তাঁর অসংখ্য অনুরাগী উদ্বিগ্ন। সবাই তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
দিলীপ কুমারের আসল নাম ইউসুফ খান। ১৯২২ সালের ১১ ডিসেম্বর বর্তমান পাকিস্তানের পেশোয়ারে তাঁর জন্ম। এখন এই কিংবদন্তি অভিনেতার বয়স ৯৮ বছর। ‘জোয়ার-ভাটা’, ‘আন’, ‘আজাদ’, ‘দেবদাস’, ‘আন্দাজ’, ‘মুঘল-ই-আজম’, ‘গঙ্গা-যমুনা’, ‘ক্রান্তি’, ‘কর্মা’, ‘শক্তি’, ‘সওদাগর’, ‘মশাল’সহ ৫০-এর বেশি বলিউডের ছবিতে তিনি কাজ করেছেন। তপন সিনহা পরিচালিত বাংলা ছবি ‘সাগিনা মাহাতো’তে দিলীপ কুমার অভিনয় করেছিলেন।
এই কালজয়ী ছবিতে তাঁর নায়িকা ছিলেন সায়রা বানু। আটবার তিনি সেরা অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার পুরস্কার জয় করেছেন। হিন্দি সিনেমা জগতের সবচেয়ে বড় সম্মান ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারেও তাঁকে সম্মানিত করা হয়। ২০১৫ সালে সরকার দিলীপ কুমারকে দেশের দ্বিতীয় বড় সম্মান ‘পদ্মভূষণ’-এ সম্মানিত করা হয়।