বিতর্কের মুখে সরিয়ে নেওয়া সেই সিনেমায় কী আছে

‘অন্নপুরাণী: দ্য গডেস অব ফুড’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

‘অন্নপুরাণী: দ্য গডেস অব ফুড’ নির্মাতা নিলেশ কৃষ্ণার প্রথম সিনেমা। গত ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রশংসা পায় ড্রামা ঘরানার সিনেমাটি। তবে ঝামেলা বাধে নেটফ্লিক্সে মুক্তির পর। গত ২৯ ডিসেম্বর প্ল্যাটফর্মটিতে মুক্তির পর থেকেই শুরু হয় বিতর্ক। ভারতের কয়েকটি ধর্মীয় সংগঠনের অভিযোগ, ছবিটিতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে। পরে বিতর্কের মুখে নেটফ্লিক্স নিজেদের প্ল্যাটফর্ম থেকে ছবিটি সরিয়ে দেয়। কিন্তু কী আছে এ সিনেমায়? ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমস অবলম্বনে সেটাই জেনে নেওয়া যাক।

‘অন্নপুরাণী: দ্য গডেস অব ফুড’ সিনেমার পোস্টার। আইএমডিবি

ছবির গল্প ‘অন্নপুরাণী’ নামের নারীকে নিয়ে। রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারের মেয়েটির স্বপ্ন ভারতের সেরা শেফ হওয়া। এক বন্ধুর সাহায্যে সে নিজের স্বপ্ন পূরণের পথে ছোটে। ছবির মূল বক্তব্য, খাবারের সঙ্গে ধর্মের সম্পর্ক নেই। তবে প্রতিবাদকারীদের বক্তব্য, ছবিতে রামকে আমিষভোজী হিসেবে দেখানো হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা।

‘অন্নপুরাণী: দ্য গডেস অব ফুড’-এর সহপ্রযোজক জি স্টুডিওজ। নেটফ্লিক্স থেকে ছবিটি সরিয়ে নেওয়ার পর তারা দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। জানিয়েছে, সংশোধনের পর সিনেমাটি আবার মুক্তি দেওয়া হবে।

‘অন্নপুরাণী: দ্য গডেস অব ফুড’ সিনেমার পোস্টার। আইএমডিবি

২০২২ সালের ১২ জুলাই ছবিটির ঘোষণা আসে। জানানো হয় ‘অন্নপুরাণী: দ্য গডেস অব ফুড’-এর প্রধান চরিত্রে অভিনয় করবেন নয়নতারা। পরিচালক নিলেশ কৃষ্ণা আগে সুপরিচিত দক্ষিণি নির্মাতা শংকরের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ২০২২ সালে বিগনেশ শিবানের সঙ্গে বিয়ের পর এ ছবিতেই প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন নয়নতারা। ফলে ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়।

আরও পড়ুন

গত বছরের ৯ এপ্রিল চেন্নাইতে তামিল সিনেমাটির শুটিং শুরু হয়, প্রথম দিন পুরো টিমকে শুভকামনা জানান রজনীকান্ত স্বয়ং। গত বছরের ১৬ সেপ্টেম্বর শেষ হয় শুটিং।

মুক্তির পর ছবিটি মোটাদাগে সমালোচকদের কাছে প্রশংসা পায়। ভারতীয় গণমাধ্যম টাইমস নাউয়ের সমালোচক রাইসা নাসরিন ৫-এ ছবিটিকে রেটিং দেন ৩.৫। কমেডি, ঐতিহ্য আর প্রেরণার দারণ সমন্বয় এ সিনেমা। সব মিলিয়ে ছবিটি দিয়ে দারুণভাবে পর্দায় ফিরলেন নয়নতারা।

নয়নতারা
ছবি : ইনস্টাগ্রাম থেকে

দ্য নিউজ মিনিটের সমালোচক আকচারিয়া রাজকুমার ছবিটি নিয়ে বলেন, ‘প্রধান অভিনেত্রীর অভিনয় আর সামাজিক বার্তা মিলিয়ে বেশ উপভোগ্য সিনেমা।’

নেটফ্লিক্সে মুক্তির পর ছবিটি দেখেছেন অনেক বাংলাদেশি দর্শকও। একটি ফেসবুক গ্রুপে লোটাস শিল্পা নামের এক দর্শক লিখেছেন, ‘নাম ভূমিকায় লেডি সুপারস্টার নয়নতারা তাঁর স্বভাবসুলভ দুরন্ত অভিনয় করে সিনেমাটিকে টেনে নিয়েছেন। এ ছাড়া আইডল শেফ আনন্দ সুন্দরাজান চরিত্রে সত্যরাজের অভিনয় নজর কেড়েছে। গল্প, চিত্রনাট্য ও পরিচালনা—তিন বিভাগে নিলেশ কৃষ্ণা একাই বেশ ভালোভাবেই সামলেছেন।’

তবে আপাতত আর সিনেমাটি দেখার সুযোগ নেই। পরে ‘বিতর্কিত’ দৃশ্য বাদ দিয়ে মুক্তির কথা জানিয়েছেন প্রযোজক। কিন্তু তাতে সিনেমাটির দর্শন কতটা অক্ষুণ্ন থাকবে, তা নিয়ে প্রশ্ন উঠবেই। তবে এত বিতর্ক হলেও ‘অন্নপুরাণী: দ্য গডেস অব ফুড’-এর প্রধান তারকা নয়নতারা ছবিটি নিয়ে এখনো কোনো বক্তব্য দেননি।