বক্স অফিসে ঝড় তোলা এই দক্ষিণি ছবিতে কী আছে?
চলতি বছর মালয়ালম সিনেমা একের পর এক চমক দিচ্ছে। অল্প বাজেটে নির্মিত বেশ কয়েকটি মালয়ালম সিনেমা সুপারহিট হয়েছে। তবে তামিল সিনেমা সেভাবে সাড়া ফেলতে পারেনি। তবে এক ‘আরামানাই ৪’ যেন সব আক্ষেপ পুষিয়ে দিয়েছেন। ৩ মে প্রেক্ষাগৃহে মুক্তির পর এর মধ্যেই চলতি বছরের সবচেয়ে ব্যবসাসফল তামিল সিনেমা হয়ে উঠেছে এটি। কিন্তু কেন ছবিটি এত দর্শকপ্রিয়তা পেল?
‘আরামানাই’ মূলত হরর কমেডি ফ্র্যাঞ্চাইজি। হিন্দিতে হরর-কমেডি ঘরানার সিনেমা সেভাবে না হলেও অনেক দিন ধরেই দক্ষিণ ভারতের এ ধরনের সিনেমা হয়েছে। ব্যাপকভাবে জনপ্রিয়ও হয়েছে অনেকগুলো সিনেমা।
সমালোচকেরা বলছেন, দুর্দান্ত চিত্রনাট্যই এ সিনেমার বড় শক্তি। যা দর্শককে পর্দায় আটকে রাখে। বেশির ভাগ সমালোচকই ছবিটিকে পাঁচের মধ্যে চার রেটিং দিয়েছেন।
দ্য হিন্দুর রিভিউতে বলা হয়েছে, ‘নির্মাতা সুন্দর সি বলা যায় এ সিনেমা দিয়ে ফিরে এসেছেন। টান টান চিত্রনাট্য দর্শকের পছন্দ না হওয়ার কারণ নেই।’
আরেকটি গণমাধ্যম টাইমস নাউয়ের সমালোচক লিখেছেন, ‘ছবিটি একই সঙ্গে আপনাকে হাসাবে আবার ভয়ও পাওয়াবে। এ দুয়ের মিশ্রণ সহজ নয়।’
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস মনে করে, দারুণ কমেডির সঙ্গে গল্পের সঙ্গে জড়িয়ে থাকা আবেগ দর্শককে স্পর্শ করেছে। সে জন্যই তাঁরা ছবিটি দেখতে আগ্রহী হয়ে উঠেছেন।
দর্শকেরা ছবিটি দেখতে আগ্রহী হয়ে উঠেছেন, বক্স অফিসে রেকর্ডই তার প্রমাণ। এর মধ্যেই ১০০ কোটি রুপি আয় পার করেছেন ছবিটি। ব্যাপক সাফল্যে এখন প্রস্তুতি চলছে ছবিটির প্যান ইন্ডিয়া পর্যায়ে মুক্তি দেওয়ার।
সম্প্রতি ছবিটির হিন্দি ট্রেলার মুক্তি পেয়েছে। ৩১ মে মুক্তি পাবে সিনেমাটির হিন্দি সংস্করণ।
আলোচিত ছবিটিতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া, রাশি খান্না, রামাচন্দ্র রাজু, সন্তোষ প্রতাপ, যোগী বাবু প্রমুখ। এর মধ্যে ছবিটির গানও জনপ্রিয়তা পেয়েছে।