রাভিনা-কারিশমার সঙ্গে সত্যিই কি হাতাহাতি হয়েছিল
রাভিনা ট্যান্ডন ও কারিশমা কাপুর ছিলেন নব্বই দশকের হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা। কিন্তু সেই সময়ে রাভিনা ও কারিশমার মধ্যে ঝগড়া নিয়ে নানা ধরনের খবর গণমাধ্যমে এসেছে।
‘আন্দাজ আপনা আপনা’ ছবির শুটিংয়ের সময় রাভিনা ও কারিশমা নাকি একে অপরের সঙ্গে একটা কথাও বলেননি। ‘আতিশ’ ছবির সেটেও নাকি দুই নায়িকার ঝগড়া হয়েছিল। সম্প্রতি কারিশমার সঙ্গে কথিত ঝগড়া নিয়ে মুখ খুললেন রাভিনা। খবর নিউজ ১৮-এর
সাক্ষাৎকারে কারিশমার সঙ্গে তাঁর ঝগড়ার বিষয়টি অস্বীকার করলেও নব্বইয়ের দশকের তারকাদের মধ্যে যে ঝামেলা হতো, সে কথা লুকাননি রাভিনা। ‘ফিল্মফেয়ার’-এ দেওয়া সাক্ষাৎকারে একবার রাভিনা বলেছিলেন, তখন নায়কদের মধ্যেও হাতাহাতি হতো। তবে নায়িকাদের মধ্যে ‘লড়াই’ মুখে মুখেই সীমাবদ্ধ ছিল।
রাভিনা বলেন, ‘আমার এখনো পূজা ভাট, জুহি চাওলা, মাধুরী দীক্ষিত ও শিল্পা শেঠির সঙ্গে বন্ধুত্ব রয়েছে। আমার আর কারিশমার মধ্যে কোনো ঝগড়া হয়নি। এটি কেবল গল্প হিসেবে উপস্থাপন করা হয়েছিল।
তখনকার দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ছিল না, যেখানে আপনি আপনার মতামত প্রকাশ করতে পারেন। তবে কেউ কেউ আছেন, যাঁরা তখন নিরাপত্তাহীন হয়ে পড়েছিলেন, এখনো নিরাপত্তাহীনতায় ভোগেন। এ কারণে হয়তো তাঁদের মধ্যে ভালো সম্পর্ক থাকে না।’
যখন রাভিনাকে ‘আতিশ’-এর শুটিং চলাকালীন বিমানবন্দরে মারামারি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন, ‘এটা মোটেই মারামারি ছিল না। নিজেদের মধ্যে আলোচনা হতে পারে, মতানৈক্য থাকতে পারে। কিন্তু কোনো লড়াই ছিল না। তখন কিছু লোক অতিরঞ্জিত করে বলেছিল।’
একই সাক্ষাৎকারে রাভিনা আরও বলেন, তাঁর সময়ে নায়কেরাই বরং একে অপরের সঙ্গে বহুবার ঝামেলায় জড়িয়েছেন। এমনকি সেটা হাতাহাতি পর্যন্ত গড়াত।