৩ হাজার ১৫ দিন পর হিটের অপেক্ষায় শাহরুখ
সেই কবে ২০১৮ সালে শেষবার বড় পর্দায় নায়ক হিসেবে দেখা গেছে শাহরুখ খানকে। এরপর চলে গেছে চার বছর। সব ব্যর্থতা ভুলিয়ে দিতে এই বুঝি ফিরবেন প্রিয় নায়ক, ভাবছেন ভক্তরা। কিন্তু তাঁদের অপেক্ষা যেন ফুরায় না।
তবে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২৫ জানুয়ারি বড় পর্দায় ফিরছেন শাহরুখ। এদিন মুক্তি পাবে তাঁর স্পাই থ্রিলার সিনেমা ‘পাঠান’। ছবিটি দিয়ে ১ হাজার ৭০০ দিন পর প্রেক্ষাগৃহে ফিরছেন শাহরুখ।
১০ জানুয়ারি ট্রেলার মুক্তির পর থেকেই ব্যাপক প্রশংসা পাচ্ছে সিদ্ধান্ত আনন্দ পরিচালিত সিনেমা ‘পাঠান’। ট্রেলার শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে দেখা গেছে রুদ্ধশ্বাস সব অ্যাকশন দৃশ্যে। দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফি আর দারুণ সব অভিনয়শিল্পীদের নিয়ে বক্স অফিসে ঝড় তুলবে ছবিটি মনে করেছেন অনেক ভক্ত।
নতুন খবর অনুযায়ী হলের ঝড় তুলতে সব প্রস্তুতি সেরে ফেলেছে ‘পাঠান’। সংখ্যা জানা না গেলেও শোনা গেছে, রেকর্ডসংখ্যক হলে মুক্তি পাবে ছবিটি। ‘পাঠান’ যদি হিট হয় তবে সেটি হবে ৩ হাজার ১৫ দিন পর শাহরুখের কোনো সিনেমা হিট হবে। আগে মুক্তি পাওয়া ‘জিরো’ ছিল ডাহা ফ্লপ। ‘জব হ্যারি মেট সেজাল’, ‘ফ্যান’ও সেভাবে ব্যবসা করতে পারেনি।
শাহরুখের সর্বশেষ যে সিনেমা হিট হয়, সেটি ফারাহ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’। ‘পাঠান’ হিট হলে সেটি হবে ৩ হাজার ১৫ পর শাহরুখের কোনো সিনেমা ব্যবসা সফল হওয়া।
এই তথ্য সামনে আসার পর শাহরুখ–ভক্তরা বলছেন ৩০১৫ দিনের এই আক্ষেপ চলতি বছরই কড়ায়–গন্ডায় মিটিয়ে দেবেন শাহরুখ। বছরটি শুরু হবে ‘পাঠান’ দিয়ে, এরপর শাহরুখের আরও দুই সিনেমা মুক্তি পাবে—‘জওয়ান’ ও ‘ডানকি’। দুই ছবির পরিচালক যথাক্রমে অ্যাট লি ও রাজকুমার হিরানি। দুই ছবির কোনটিরই মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি।