৫ দিনেই নতুন রেকর্ড দক্ষিণি ছবির

সিনেমার দৃশ্যে এনটিআর জুনিয়র ও জাহ্নবী। এক্স থেকে

টিজার, ট্রেলার মুক্তির পর সেভাবে সাড়া পড়েনি, তবে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই ঝড় তুলেছে ‘দেবারা: পার্ট ১’। গত ২৭ সেপ্টেম্বর মুক্তি পায় কোরাতলা শিবা পরিচালিত তেলেগু সিনেমাটি।

‘দেবারা: পার্ট ১’ সিনেমার পোস্টারে এনটিআর জুনিয়র ও জাহ্নবী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

এর পর থেকেই বক্স অফিসে রীতিমতো ছড়ি ঘোরাচ্ছে সিনেমাটি। এবার ছবিটি ৩৫০ কোটি রুপি আয়ের মাইলফলকও স্পর্শ করল। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

মুক্তির প্রথম দিনেই প্রায় ৯০ কোটি রুপি ব্যবসা করে ‘দেবারা’। দুই দিনে ছবিটি ১৫০ কোটি আয় করে। এবার জানা গেল, মুক্তির প্রথম ৫ দিনেই ‘দেবাবা’র আয় ৩৫০ কোটি রুপি পূর্ণ করেছে। সঙ্গে গড়েছে নতুন রেকর্ডও।

‘দেবারা’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

এটিই জাহ্নবী কাপুর অভিনীত প্রথম সিনেমা, যা ২০০ কোটি বা এর বেশি আয় করেছে। এর আগে জাহ্নবীর সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ছিল ‘ধড়ক’। এটি ছিল তাঁর ক্যারিয়ারের প্রথম সিনেমা, যা মুক্তির পর প্রায় ৭৫ কোটি রুপি আয় করে।

দর্শক পছন্দ করলেও সমালোচকদের কাছে খুব বেশি নম্বর পায়নি ছবিটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর। তিনি ছাড়া ‘দেবারা’ ছবিতে আছেন সাইফ আলী খান ও জাহ্নবী কাপুর। ছবিতে খল চরিত্রে দেখা গেছে সাইফ আলী খানকে।

জুনিয়র এনটিআর দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। ‘দেবারা’ ও ‘বরদা’—এই দুই চরিত্রে অভিনয় করেছেন তিনি। জাহ্নবী কাপুর অভিনীত চরিত্রের নাম ‘থংগম’। ছবিতে ‘ভৈরা’র ভূমিকায় অভিনয় করেছেন সাইফ আলী খান।

আরও পড়ুন

‘দেবারা’র আয় যেভাবে বাড়ছে, তাতে বিশ্লেষকদের ধারণা, ছবিটি অচিরেই আরও নতুন রেকর্ড গড়বে।