পর্দায় ফিরছেন ‘মুন্না ভাই’ জুটি
মুরলী প্রসাদ শর্মা ও স্বরকেশ্বর—এই কেতাবি নামে অবশ্য তাঁদের কেউ চেনেন না। মুন্না ভাই ও সার্কিটের জনপ্রিয়তার আড়ালে অনেকে তো ভুলেই গেছেন আসল নাম। ‘মুন্না ভাই এমবিবিএস’ দিয়ে শুরু। এরপর মুন্না ভাই ও সার্কিট চরিত্রে সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ার্সি যেন হয়ে উঠেছিলেন ভারতের সিনেমার ইতিহাসেরই অন্যতম দুই চরিত্র। দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় দেখা যাবে ‘মুন্না ভাই’খ্যাত জুটিকে।
সম্প্রতি প্রকাশ পেয়েছে সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ার্সি জুটির নতুন ছবির পোস্টার। যেখানে জেলখানায় কয়েদির পোশাকে দেখা গেছে মুন্না ভাই ও সার্কিটকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সঞ্জয় দত্ত নিজেই তাঁদের নতুন ছবির পোস্টার শেয়ার করেছেন।
কিছুদিন আগেই ক্যানসারমুক্ত হয়ে পুরোপুরি অভিনয়ে ফিরেছেন সঞ্জয় দত্ত। আসার পর জানিয়েছিলেন, যত দিন বেঁচে থাকবেন, তত দিন অভিনয় করে যাবেন। এবার সঞ্জয় নিজেই দিলেন তাঁর ছবির খবর। এই অভিনেতা ছবির পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘অবশেষে আমাদের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আমার ভাই আরশাদের সঙ্গে আরেকটি রোমাঞ্চকর ছবিতে জুটি বাঁধলাম। আপনাদের ছবিটা দেখানোর জন্য আর তর সইছে না।’
ছবির নাম কী হবে, তা এখনো প্রকাশ করেননি নির্মাতারা। ছবিটি পরিচালনা করছেন পরিচালক সিদ্ধান্ত সচদেব। এ ছবির প্রযোজনায় থাকছেন সঞ্জয় দত্ত নিজে। ছবিটি চলতি বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছবির পোস্টার ও এই জুটিকে দেখে ছবির নাম ‘মুন্না ভাই ৩’ কি না, তা নেটিজেনদের মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। সামাজিক মাধ্যমে অনেকেই এ প্রশ্ন করছেন। সঞ্জয় অবশ্য খোলাসা করেননি। কিন্তু ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এটি ‘মুন্না ভাই’ সিরিজের ছবি নয়।
২০০৩ সালে মুক্তি পেয়েছিল সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ার্সি অভিনীত ‘মুন্না ভাই এমবিবিএস’। সেই সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল তাঁদের মুন্না ভাই ও সার্কিট চরিত্র দুটি।
এরপর পরিচালক রাজকুমার হিরানি নিজেও কয়েকবার ‘মুন্না ভাই’-এর সিকুয়েল নির্মাণের ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু তা আর হয়ে ওঠেনি।