শাহরুখ বললেন, ‘আমার চুল মুফাসার মতোই ছিল’

‘মুফাসা: দ্য লায়ন কিং’-এ আবার হুংকার শোনা যাবে বলিউড সুপারস্টার শাহরুখ খানের।  ‘দ্য লায়ন কিং’-এর পর এই অ্যানিমেশন ছবির হিন্দি সংস্করণে আবার জাদুকরি কণ্ঠে মাতাবেন তিনি।। তবে এবার শুধু শাহরুখ একা নন, কিং খানের সঙ্গে থাকবেন তাঁর দুই ছেলে আরিয়ান ও আব্রাম।
২০১৯ সালে ‘দ্য লায়ন কিং’ ছবিতে আইকনিক চরিত্র ‘মুফাসা’য় শাহরুখ খানের গলা শোনা গিয়েছিল। এ ছবিতে শাহরুখের সঙ্গে ছিলেন তাঁর বড় ছেলে আরিয়ান খান। দ্য লায়ন কিং ছবিতে ‘সিম্বা’ চরিত্রের জন্য কণ্ঠ দিয়েছিলেন আরিয়ান। এবার আবার ‘সিম্বা’র চরিত্রে শোনা যাবে তাঁর কণ্ঠস্বর। ‘দ্য লায়ন কিং’-এ বাবা-ছেলের জুটি দারুণ পছন্দ করেছিলেন দর্শক। এবার তাঁদের সঙ্গে ‘মুফাসা: দ্য লায়ন কিং’-এর জঙ্গলে যোগ দেবে আব্রাম। ছোট ‘মুফাসা’র হয়ে কণ্ঠ দিচ্ছে শাহরুখ-পুত্র।

এ ছবির সঙ্গে শাহরুখ খানের এক বিশেষ সম্পর্ক আছে বলে জানিয়েছেন হিন্দি সিনেমার এই মহাতারকা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে বলিউডের বাদশাহ জানিয়েছেন, ‘এ চরিত্রের সঙ্গে নিজেকে রিলেট করা যায়। কারণ, ও (মুফাসা) দয়ালু, মজবুত, শক্তিশালী, মিষ্টি স্বভাবের আর ভীষণই পারিবারিক একজন। আমরা সবাই নিজেদের মধ্যে এই গুণগুলো দেখতে চাই।’ মজার ছলে শাহরুখ আরও বলেন, ‘আমি যখন তরুণ ছিলাম, আমার চুল “মুফাসা”র মতোই ছিল। তাই আমি নিজেকে ওর সঙ্গে মেলাতে পারি।’

এ ভিডিওর পাশাপাশি গতকাল এক পোস্টার প্রকাশ করেছেন নির্মাতারা। মুফাসা: দ্য লায়ন কিং ছবির শাহরুখের প্রথম পোস্টার প্রকাশ করল ডিজনি।

‘দ্য লায়ন কিং’ ছবির প্রিকুয়েল ছবি ‘মুফাসা: দ্য লায়ন’কিং। এ ছবিতে ‘মুফাসা’র সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে। ২০ ডিসেম্বর ছবিটি হিন্দি, তামিল, তেলেগু ও ইংরেজি ভাষায় মুক্তি পাবে। ‘মুফাসা: দ্য লায়ন কিং’-এর হিন্দি সংস্করণে শাহরুখ আর তাঁর দুই ছেলে আরিয়ান ও আব্রাম ছাড়া আছেন সঞ্জয় মিশ্রা, শ্রেয়াস তলপড়ে, মিয়্যাং চ্যাং। ছবিটি পরিচালনা করেছেন ব্যারি জেনকিনস।