১ যুগ পেরিয়ে নতুন পরিচয়ে তাপসী

তাপসী পান্নু। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

দিনকাল খুব খারাপ যাচ্ছিল তাপসীর। একের পর এক সিনেমা ফ্লপ। এমনই বাজে দিন, এক বছরে গুনে গুনে ছয়টি ফ্লপ সিনেমা! তারপর একদিন শাহরুখ এলেন কান্ডারি হয়ে।

এ কথা একবাক্যে স্বীকার করবেন তাপসী পান্নু, শাহরুখ খানের ডানকির হাত ধরে অনেক দিন পর সাফল্যের মুখ দেখেছিলেন। আর এই সিনেমার পর নতুন করে যাত্রা শুরু হয় এই নায়িকার, রাতারাতি নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন। অবশ্য এতে ক্ষতি হয়েছে, পারিশ্রমিক বাড়ানোর পর তাঁর থেকে নির্মাতারা মুখ ফিরিয়ে নিয়েছেন বলে খবর।

তাপসী পান্নু। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

অভিনয়ের পাশাপাশি তাপসী প্রযোজনাও শুরু করেছেন। ধাক ধাক ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে অভিষেক হয়েছে তাঁর। ছবিটি যদি বক্স অফিস থেকে মুনাফা করে, তাহলে সেই লাভের অংশে ভাগ বসাবেন তিনি।

তাপসী চাইছেন প্রযোজক হিসেবে লাভের অংশ পেতে। এ ছাড়া এই বলিউড নায়িকা এখন এমন ছবিতে কাজ করতে চাইছেন, যেখানে নির্মাতা তাঁকে একজন নায়কের সমান চরিত্র ও সুযোগ দেবেন। এ দুটি উদ্যোগ তাপসীর জন্য মোটেও ইতিবাচক হয়নি। শোনা যাচ্ছে, একের পর এক কাজ হারাচ্ছেন অভিনেত্রী। তাঁর হাতে আর নতুন কোনো প্রকল্প নেই বললেই চলে।

তাপসী পান্নু। এএফপি

ভবিষ্যতে নেটফ্লিক্সে আসবে তাপসী অভিনীত ফির আই হাসিন দিলরুবা। ২০২১ সালে মুক্তি পেয়েছিল হাসিন দিলরুবা। এবার মুক্তি পাবে এর সিকুয়েল। তা ছাড়া বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে তিনি আসছেন খেল খেল মে সিনেমায়। এ ছবির শুটিং শেষ হয়েছে। তবে তাপসীর এই ছবির মুক্তির দিন এখনো জানা যায়নি। এদিকে এই বিটাউন নায়িকার আরেক ছবি উও লাড়কি হ্যায় কাহা মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। কিন্তু নির্মাতারা এখনো সিদ্ধান্ত নেননি যে ছবিটি বড় পর্দায় কবে আনবেন। আরশাদ সাঈদ পরিচালিত এই ছবিতে তাপসীর সঙ্গে আছেন প্রতীক গান্ধী ও প্রতীক বব্বর।

তেলেগু ছবির মাধ্যমে অভিনয়জগতে অভিষেক হয়েছিল তাপসীর। বলিউড ইন্ডাস্ট্রিতে ১২ বছর পার করে ফেলেছেন তিনি। এই ইন্ডাস্ট্রিতে নিজের জমি পাকাপোক্ত করতে আর পাঁচজন আউটসাইডারের মতো তাঁকেও সংগ্রাম করতে হয়েছে।

আরও পড়ুন
তাপসী পান্নু
ফেসবুক থেকে

ডানকি মুক্তির আগে তাপসী বলেছিলেন, ‘পেছনের দিকে ফিরে তাকালে আমি কঠিন কিছু দেখতে পাই না। ভাবি যে এটাই একমাত্র পথ ছিল, আর এটা ছাড়া আমার কোনো পথ খোলা ছিল না। আর আমি যা চেয়েছি, তার থেকে বেশি পেয়েছি। আমি কখনো ভাবিনি যে আমি অভিনেত্রী হব। আর শাহরুখ খানের সঙ্গে একই ছবিতে আমি। আমার কাছে এ সবকিছু অতিরিক্ত পাওয়া মনে হয়। পেছনের দিকে তাকালে মনে হয়, কোথা থেকে শুরু করেছিলাম আর আজ কোথায় পৌঁছে গিয়েছি। আমার মনে হয়, জীবনের কাছে সব সময় কৃতজ্ঞ থাকা প্রয়োজন।’