৫০ কোটি পারিশ্রমিক এক ছবির সাফল্যেই

কার্তিক আরিয়ানএক্স থেকে

করণ জোহর সম্প্রতি কার্তিক আরিয়ানের সঙ্গে এক ছবির ঘোষণা করেছেন। এই জুটি একসঙ্গে এক রোমান্টিক কমেডি ছবি আনতে চলেছেন। কার্তিকের এই রোমান্টিক কমেডি ছবির নাম হলো ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি হ্যায়’। শোনা যাচ্ছে করণের এই ছবির জন্য কার্তিক এক বড়সড় পারিশ্রমিক নিয়েছেন।  
‘ভুল ভুলাইয়া ৩’ ছবির চূড়ান্ত সাফল্যের পর কার্তিকের চাহিদা এখন তুঙ্গে। এখন নির্মাতাদের নতুন তুরুপের তাস এই বলিউড তারকা। জানা গেছে, ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির পর কার্তিক তাঁর পারিশ্রমিকের অঙ্ক এক লাফে অনেকটাই বাড়িয়ে দিয়েছেন। এমনও শোনা যাচ্ছে, যে করণের ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি হ্যায়’ ছবির জন্য তিনি ৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। শাহরুখ, সালমানদের মতো কোনো বড় তারকাকে ধর্মা প্রোডাকশন এত বড় অঙ্কের পারিশ্রমিক দেয়।

আরও পড়ুন

ধর্মা প্রোডাকশন প্রযোজিত এই ছবির বাজেট ১৫০ কোটি। এই রোমান্টিক কমেডি ছবিটির পরিচালনা করছেন পরিচালক সমীর বিদ্বনস।

‘ভুল ভুলাইয়া’ ছবির সিকুয়েলে কার্তিক আরিয়ানকে
ফেসবুক থেকে

কার্তিক তাঁর এক্স হ্যান্ডলে এক ভিডিও পোস্ট করে ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি হ্যায়’ ছবির আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন। ভিডিও-টি পোস্ট করে এই বলিউড তারকা লিখেছিলেন, ‘মাম্মি-কে দেওয়া প্রতিজ্ঞা, মায়ের ছেলে তা পুরো করেই ছাড়ে। “রুমি” তোমার “রে” আসছে। আমি আমার প্রিয় ঘরানা রম-কম (রোমান্টিক কমেডি) “তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি হ্যায়”-তে আবার ফিরতে পেরে দারুণ উত্তেজিত। এই ছবিটি ২০২৬ সালের সবচেয়ে বড় প্রেমের ছবি হতে চলেছে।’

কয়েক বছর আগে ধর্মা প্রোডাকশনের ‘দোস্তানা ২’ ছবিতে কার্তিকের কাজ করার কথা চলছিল। কিন্তু করণ জোহরের সঙ্গে মতভেদের কারণে কার্তিক এই প্রকল্প থেকে সরে এসেছিলেন। এখন তাঁরা ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি হ্যায়’ ছবির জন্য হাত মিলিয়েছেন। দক্ষিণি অভিনেত্রী শ্রীলীলা করণের এই ছবিতে কার্তিকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন।

করণ জোহর
ছবি: সংগৃহীত

সম্প্রতি ‘পুষ্পা ২ : দ্য রুল’ ছবিতে শ্রীলীলা আইটেম নাচ করে সবার নজর কেড়েছেন। ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি হ্যায়’ ছবিতে শ্রীলীলা অভিনয় করলে বলিউড তাঁর অভিনয়ের সাক্ষী হবে।

‘ভুল ভুলাইয়া ২’ সিনেমায় কার্তিক আরিয়ান ও রাজপাল যাদব। আইএমডিবি

‘ভুল ভুলাইয়া ৩’ ছবির পর কার্তিক আরিয়ানের চারটি ছবি মুক্তি পেতে চলেছে। ২০২৫-এ কার্তিক আর সন্দীপ মোদির নামহীন এক ছবি মুক্তি পাবে। কার্তিক আর তৃপ্তি ডিমরির এক সিনেমা আগামী বছর মুক্তি পাওয়ার কথা। এই ছবিটির নামও এখনো ঠিক হয়নি। এই বলিউড তারকা অভিনীত ‘পতি পত্নী অউর উও ২’ ছবিটিও আগামী বছর মুক্তি পাবে বলে জানা গেছে। আর ২০২৬ সালে আসবে করণ জোহর আর কার্তিকের ছবি ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি হ্যায়’।