কেন রাতে কাঁদতে কাঁদতে ঘুমাতেন রাশমিকা?

রাশমিকা মান্দানাছবি: সংগৃহীত

বলিউডে অভিষেক হতে যাচ্ছে দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার। চলছে ছবির প্রচারণা। আর এই প্রচারণায় গিয়ে জীবনের এক তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাত এই অভিনেত্রী। তিনি জানালেন, ২০১৯ সালে ছবির এক চুমুর দৃশ্যের জন্য মানুষের সমালোচনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। রাতে কাঁদতে কাঁদতে ঘুমাতেন এবং অনেক সময় ঘুম থেকে উঠেও কাঁদতেন।

রাশমিকা মান্দানা।
ছবি: ফিল্মফেয়ারের সৌজন্যে

২০১৯ সালে মুক্তি পেয়েছিল ছবি ‘ডিয়ার কমরেড’। এতে বিজয় দেবরাকোন্ডার বিপরীতে অভিনয় করেন রাশমিকা। এটি বিজয়–রাশমিকা জুটির দ্বিতীয় ছবি। বক্স অফিসে সাড়া ফেলে ছবিটি। প্রশংসিত হয় তাঁদের এই জুটি। কিন্তু পর্দায় বিজয়-রাশমিকার চুমুর দৃশ্য নিয়ে চলে সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ অভিযোগ করেছেন চর্চায় থাকার জন্য এসব করছেন রাশমিকা। মানুষের কটাক্ষের মুখে তখন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি।

তবে এই বিষয়টা পরিবারের সঙ্গে শেয়ার করেননি। তিনি চাননি তাঁর কাছের মানুষদের এগুলোর মধ্যে নিয়ে যেতে। তিনি জানান, পরিবারের কাছ থেকে পুরো বিষয়টা লুকিয়ে রাখা তাঁর কাছে খুব কঠিন ছিল। তাঁরা এগুলোতে অভ্যস্ত নন। মেয়েকে এই অবস্থায় দেখলে তাঁদের মন ভেঙে যাবে। তাই তাঁদের কিছুই জানাননি তিনি।

রাশমিকা মান্দানা।
ছবি: সংগৃহীত

তখনকার অবস্থা তুলে ধরে রাশমিকা জানান, অনেক দিন ধরে এসব চলছিল। তখন তাঁর খুব খারাপ সময় কেটেছে। প্রতি রাতে তিনি দুঃস্বপ্ন দেখতেন সবাই তাঁর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কখনো কখনো আবার কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তেন। আবার অনেক সময় ঘুম ভাঙলে দেখতেন চোখে পানি। কাঁদছেন তিনি।

গত বছর ‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়ে আলোচনায় আসেন রাশমিকা। এবার বলিউডে পা রাখছেন তিনি। ৭ অক্টোবর মুক্তি পাচ্ছে তাঁর প্রথম হিন্দি ছবি ‘গুডবাই’। এতে অভিনয় করছেন অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা, পাভেল গুলাটি প্রমুখ। এ ছাড়া ‘মিশন মজনু’, ‘অ্যানিমেল’, ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।