‘পাঠান’ নিয়ে মুখ খুললেন কঙ্গনা, আবারও উসকে দিলেন বিতর্ক
শাহরুখ খানের ‘পাঠান’ ছবিকে ঘিরে সারা ভারত উত্তাল। এই ছবিকে ঘিরে শুধু সাধারণ মানুষ নয়, বিটাউন তারকারাও নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। এ তালিকায় আছে বলিউড নায়িকা কঙ্গনা রনৌতের নামও। বিটাউনের এই আলোচিত-সমালোচিত নায়িকা ‘পাঠান’ নিয়ে একাধিক পোস্টের মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
ঠোঁটকাটা বলে বেশ দুর্নাম আছে কঙ্গনার। বিতর্কিত মন্তব্য করে প্রায়ই চর্চায় উঠে আসেন এই নায়িকা। বিতর্কিত পোস্টের কারণেই ২০২১ সালে টুইটার কর্তৃপক্ষ তাঁর অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছিল। সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টটি ফিরে পেয়েছেন কঙ্গনা। আর টুইটার–সাম্রাজ্যে ফিরেই ‘পাঠান’ ছবিকে ঘিরে পরপর তিনটি টুইট করেছেন তিনি।
কঙ্গনা তাঁর টুইটারে লিখেছেন, ‘যাঁরা দাবি করছেন যে “পাঠান”ঘৃণাকে হারিয়ে ভালোবাসাকে জয় করল, আমি তাঁদের সঙ্গে সহমত। কিন্তু কোন ঘৃণাকে হারিয়ে কোন ভালোবাসার জয়? কারা টিকিট কিনছে? কারা ছবিটাকে সফল করছে? এটা হচ্ছে ভারতের ভালোবাসা, যেখানে ৮০ শতাংশ হিন্দু বাস করে। আর তারপরও ছবির নাম “পাঠান”।’
কঙ্গনা আরও লিখেছেন, ‘আমি মনে করি, ভারতীয় মুসলিমরা দেশভক্ত, আফগানের পাঠানদের থেকে অনেকটাই আলাদা। আসল কথা হলো যে ভারত কোনো দিনই আফগানিস্তান হবে না। আমরা সবাই জানি আফগানিস্তানে কী হচ্ছে। তাই কাহিনি হিসেবে “পাঠান”-এর আসল নাম হলো “ভারতীয় পাঠান”।’ এর সঙ্গে কঙ্গনা হাত জোড় করা এক ইমোজি দিয়েছেন।
এর আগে কঙ্গনা তাঁর ‘ইমার্জেন্সি’ ছবির শুটিং শেষের পার্টির সময় ‘পাঠান’ ছবির প্রশংসা করেছিলেন। কিন্তু হঠাৎই তাঁর সুর বদলে গেছে বলে মনে হচ্ছে। কঙ্গনার এই টুইটকে ঘিরে একজন মন্তব্য করেছেন, ‘হঠাৎ এমন কোন ইমার্জেন্সি এল যে আপনাকে টুইটারে ফিরে আসতে হলো?’ আরেকজন লিখেছেন, ‘“পাঠান” হিট হয়ে গেছে।’